Photo-x
এক্সট্রা টাইম ওয়েব ডেস্কঃ মাত্র ২৫০ মিটার দূরে ঘটে গেল এক ভয়াবহ বিমান দুর্ঘটনা, আর সেই ঘটনার শোচনীয় পরিস্থিতিই ব্যখ্যা করলেন সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের কার্যকরী সাধারণ সচিব এম সত্য নারায়ণ। অল্পের জন্য বড়সড় ক্ষতির হাত থেকে বেঁচেছেন তিনি। প্রায় সাড়ে তিন ঘন্টার রূদ্ধশ্বাস সেই পরিস্থিতির কথা নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে জানালেন এম সত্যনারায়ণ।
প্লেন দূর্ঘটনার একটি ভিডিও পোস্ট করে তিনি লিখেছেন, "কাঠমান্ডুতে আমাদের বিমানের থেকে মাত্র ২৫০ মিটার দূরত্বে বিমান দুর্ঘটনায় ১৮ জন প্রাণ হারালেন। সাফ ফুটবল কর্মকর্তাদের সাক্ষাতের জন্য নেপাল সফরের শেষটা নাটকীয় হয়ে থাকল। পশুপতিনাথ স্বামী মন্দিরে 'সাভান কা পেহলা সোম' বিশেষ দর্শনের প্রথম দিনে ১০ লাখ মানুষ উপস্থিত ছিলেন। দুদিনের বৈঠকে বুধবার আমার দেশে ফেরার কথা ছিল।"
এর সঙ্গে সত্যনারায়ণ লিখেছেন,"ভিআইপি প্রবেশপথ দিয়ে প্রবেশ করে আমি ভিস্তারা এয়ারলাইনে নিজের স্থানে বসি৷ বিমানটি দিল্লি যাওয়ার কথা, সেখান থেকে বেঙ্গালুরু। আমরা ট্যাক্সিতে ওঠার ঠিক এক মিনিট আগে আমরা দেখতে পাই যে নিরপত্তারক্ষীরা এগিয়ে যান। ১০ মিনিট পর পাইলট সমস্যার কথা বলেন এবং আমরা ২০০ মিটার দূরত্বে ধোঁয়া দেখতে পাই। আমরা যখন এয়ারক্রাফটে অপেক্ষা করছিলাম আমাদের বিমান দুর্ঘটনার বিষয় কিছু জানানো হয়নি। যদিও আমরা দেখতে পাই দুর্ঘটনাস্থলে দমকল বাহিনী এসে পৌছায়।"
এম সত্যনারায়ণ জানিয়েছেন, "১১ঃ৩০ টার সময় আমাদের বিমান টেক অফ হওয়ার কথা ছিল। কিন্তু আমাদের অপেক্ষা কর্যে বউ এবং প্রায় ১ ঘন্টার পর আমাদের মধ্যাহ্নভোজ দেওয়া হয়। আমরা জানতে পারি যে একটি ঘরোয়া বিমানের দুর্ঘটনা ঘটে। তবে এর বেশি তথ্য আমরা জানতে পারিনি। অবশেষে ৭৫ মিনিটের যাত্রাপথ আমরা সাড়ে তিন ঘন্টায় দিল্লি পৌঁছাই।"
সবশেষে এআইএফএফ কার্যকরী সাধারণ সচিব লিখেছেন, "এইমাত্র আমি গুগুলে কাঠমান্ডু বিমান দুর্ঘটনার বিষয় পড়ে আঁতকে উঠি।ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে শুধুমাত্র পাইলট প্রাণে বাঁচেন। টেক অফের এক মিনিটের মধ্যে বিমানটি পিছলে গিয়ে দুর্ঘটনা ঘটে এবং বিমানে আগুন লেগে যায়।"