৪০ বছর বয়সেও কেন জাতীয় দলে ডাকছেন রোনাল্ডোকে? উপযুক্ত জবাব দিলেন হেড কোচ

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : বয়স ৪০ হলেও মেজাজ যেন ২৫ এর। পর্তুগিজ মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর পা থেকে আজও আসে গোলের ঝড়। সৌদি আরবের আল নাসেরের হয়ে দুরন্ত ফর্মে রয়েছেন তিনি। কিন্তু এই বয়সে তাকে জাতীয় দলে খেলানো নিয়ে সমালোচনা করে থাকেন বিশেষজ্ঞরা।
তবে এই সমালোচনার যোগ্য জবাব দিলেন পর্তুগাল জাতীয় দলের হেড কোচ রবার্তো মার্টিনেজ। তিনি স্পষ্ট করেছেন, কেন তিনি ৪০ বছর বয়সী এই মহাতারকাকে আজও দলে ডাকেন, যখন তরুণ ফুটবলাররা অপেক্ষায় রয়েছেন সুযোগের জন্য।
এই নিয়ে মার্টিনেজ এক সাক্ষাৎকারে বলেছেন, "আমি যখন ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর মত একজন খেলোয়াড়ের বিষয়ে বলি, তখন আমি তিনটি গুরুত্বপূর্ণ দিককে মাথায় রাখি। ওনার প্রতিভা অতুলনীয়, ফুটবল ইতিহাসের অন্যতম সেরা তিনি। ওনার অভিজ্ঞতাও অনন্য, একমাত্র খেলোয়াড় যিনি ৬টি ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ খেলেছেন এবং ২০০ এর বেশি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন।"
এরপর রবার্তো বলেছেন, "কিন্তু যেটা সব থেকে বড় দিক, সেটা হল ওর প্রত্যয়। পর্তুগালের হয়ে ওর আবেগ গোটা দলকে অনুপ্রাণিত করে। উনি এই দলে শুধু ওনার অতীতের জন্য নেই, বা যা উনি করে যাবেন, উনি গত দুই বছরে ২১ ম্যাচে ১৭টি গোল করেছেন, যা আমাদের দলের সর্বোচ্চ।"