এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : তাহলে কী সত্যিই মোহনবাগান ছাড়তে চাইছেন আনোয়ার আলি? মোহনবাগান ও ইস্টবেঙ্গল সমর্থকরা অধীর আগ্রহে অপেক্ষা করছে আনোয়ারের জন্য। কিন্তু যা অবস্থা, হয়ত মোহনবাগান ছাড়তে চাইছেন আনোয়ার, পরিস্থিতি আপাতত সেদিকেই গড়াচ্ছে।
যা খবর, প্লেয়ার স্ট্যাটাস কমিটিতে যাচ্ছেন আনোয়ার। এই মুহুর্তে আনোয়ারের ফুটবল কেরিয়ার টালমাটাল পরিস্থিতিতে রয়েছে। মোহনবাগানের সাথে লোন চুক্তিতে থাকলেও আনোয়ারকে চুক্তিপত্রে সই করিয়েছে ইস্টবেঙ্গল। বর্তমানে দিল্লি এফসির ফুটবলার হলেও লোনে আনোয়ার রয়েছেন মোহনবাগানে, তাও আবার ৫ বছরের চুক্তিতে। এমন অবস্থায় ইস্টবেঙ্গলে আনোয়ারের আসাটা সমস্যার হয়ে উঠেছে।
এই জটিল পরিস্থিতিতে আনোয়ারের প্লেয়ার স্ট্যাটাস কমিটিতে যাওয়ার অর্থ, তিনি এই বিষয়টির দ্রুত নিষ্পত্তি চাইছেন। তবে সূত্রের খবর, বিষয়টি নিয়ে ইতিমধ্যেই কাজ শুরু করেছে মোহনবাগান সুপার জায়ান্টের আইনজীবীরা। ঘনিষ্ঠ মহল সূত্রে জানা গিয়েছে, নিজের পরিস্থিতি নিয়ে বর্তমানে আনোয়ার খুবই চিন্তিত। কারণ এক্ষেত্রে শাস্তির মুখে পড়তে পারেন আনোয়ার, যা জরিমানা থেকে শুরু করে নির্বাসন অবধিও যেতে পারে।
তাই দ্রুত এই জটিলতার নিষ্পত্তি চাইছেন আনোয়ার। এদিকে মোহনবাগান ও ইস্টবেঙ্গল দুই দলের সমর্থকরা চাইছেন, তাদের দলের হয়ে খেলুক দেশের সেরা ডিফেন্ডার।