বাংলাদেশের মাটিতে পা রেখেই ভারতকে হারানোর হুঙ্কার হামজা চৌধুরীর

এক্সট্রা টাইম ওয়েব ডেস্কঃ আগামী ২৫ মার্চ শিলংয়ে এএফসি এশিয়ান কাপ যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে একে অপরের মুখোমুখি হবে ভারত এবং বাংলাদেশ। ইতিমধ্যে ম্যাচটি ঘিরে দুই দেশের সমর্থকদের মধ্যেই উন্মাদনার সৃষ্টি হয়েছে। একদিকে অবসর ভেঙে জাতীয় দলে প্রত্যাবর্তন ঘটেছে ভারতীয় তারকা ফুটবলার সুনীল ছেত্রী। অন্যদিকে ইংলিশ প্রিমিয়ার লিগ খেলা হামজা চৌধুরী যোগ দিচ্ছেন বাংলাদেশ ফুটবল দলে। আর এই ম্যাচটি খেলতেই বাংলাদেশে পৌঁছে গিয়েছেন হামজা চৌধুরী। আর নিজের দেশে পা রেখেই হুঙ্কার হামজার।
সোমবার বাংলাদেশে হামজাকে রাজকীয় অভ্যর্থনা জানায় বাংলাদেশের ফুটবলভক্তরা। বিমানবন্দরে পৌঁছে গিয়েছিলেন তারা। বাংলাদেশ বিমানবন্দরে স্থানীয় সাংবাদিকদের হামজা জানান, "আমরা জিতব। আমি কোচ হ্যাভিয়ের কাবরেরার সঙ্গে অনেক কিছু কথা বলেছি। আমরা জিতে পরের ধাপে যেতে পারব।"
দীর্ঘ কয়েক বছরের প্রক্রিয়া শেষে গত বছর বাংলাদেশের হয়ে খেলার অনুমোদন পান হামজা। আগামী ২৫ মার্চ শিলংয়ে এশিয়ান কাপ বাছাই পর্বে ভারতের বিপক্ষে অভিষেক হবে এই তারকার। এই ম্যাচটি খেলতেই তিনি বাংলাদেশে এসেছেন।