এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : বুধবার টি২০ বিশ্বকাপে আবু ধাবিতে আফগানিস্তানের বিরুদ্ধে মরণবাঁচন ম্যাচে নামবে টিম ইন্ডিয়া, এই ম্যাচে হারলে বিদায় একপ্রকার নিশ্চিত। তবে আফগানিস্তানের বিরুদ্ধে খাতায়-কলমে এগিয়ে থাকলেও ফর্মে অনেকটা পিছিয়ে বিরাট কোহলির দল। আর এই অফ ফর্মে থাকা ভারতীয় দলকে হারাতে উদগ্রীব আফগানিস্তান।
এই মুহুর্তে চার পয়েন্ট নিয়ে গ্রুপ টুতে দ্বিতীয় স্থানে রয়েছে আফগানিস্তান, যেখানে তাদের রান রেট অনেকটাই বেশি। এই পরিস্থিতিতে টুর্নামেন্টের তথাকথিত ফেভারিট ভারতের হারানোর পরিকল্পনা বাতলে দিলেন আফগানিস্তানের তারকা পেসার হামিদ হাসান।
ম্যাচের আগে সাংবাদিক বৈঠকে হাসান বলেছেন, "ভারতের বিরুদ্ধে আমাদের ভালো সুযোগ রয়েছে। যদি আমরা বোর্ডে ভালো রান তুলতে পারি, আমরা বোলিং ও ফিল্ডিংয়ের মাধ্যমে ওদের হারিয়ে দেব।"
এরপর হামিদ বলেন, "পুরোটাই উইকেটের উপর নির্ভর করছে, কিভাবে তা আচরণ করবে, আমরা দেখব কিভাবে এটি যায় এবং আমাদের পরিকল্পনা অনুযায়ী কাজ করব, আমাদের কি আছে তা আমরা দেখব। আপনি ম্যাচের আগে থেকে কিছু বলতে পারেন না। কিন্তু আমরা চেষ্টা করব নিজেদের শতভাগ দিতে, সে স্পিনার হোক কিংবা ফাস্ট বোলার। সত্যি বলতে গেলে, আমরা এক একটি ম্যাচ ধরে চলছি। কিন্তু পরিকল্পনা হল সেমি ফাইনালে যোগ্যতা অর্জন করা।"
আর শেষে নিজেদের দল নিয়ে হামিদ হাসান বলেছেন, "আফগানিস্তান খুবই ভালো দল। আপনি দেখবেন ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং অনেকটাই উন্নতি করেছে। আমাদের বিশ্বের কিছু সেরা স্পিনার রয়েছে - নবি, রশিদ ও মুজিব। এখন এটি একটি সম্পূর্ণ দল।"