এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : গত ২৩ জানুয়ারি করোনায় আক্রান্ত হয়ে বাইপাসের ধারে এক বেসরকারি হাসপতালে ভর্তি হন প্রাক্তন ফুটবলার সুরজিৎ সেনগুপ্ত।
সাম্প্রতিক খবর অনুযায়ী, তাঁর অবস্থা এখন স্থিতিশীল। হাসপাতালের আইসিএউতে 'হাই ফ্লো নেসাল অক্সিজেন সাপোর্ট' নিয়ে আছেন। যার ফলে তাঁর স্যাচুরেশন মাত্রা ৯৪-৯৮% এর মধ্যে আছে।
তিনি ডঃ অজয় কৃষ্ণ সরকার এর তত্ত্বাবধানে আছেন। হাসপাতালের দেওয়া মেডিকেল বুলেটিন অনুযায়ী তাঁর ব্লাডপ্রেশার স্থিতিশীল, তিনি নিজের পরিবারের মানুষজনকেও ভালোভাবে চিনতে পারছেন।