লা লিগা জেতা থেকে কত দূরে বার্সেলোনা? সম্ভাবনা রয়েছে রিয়াল মাদ্রিদের?

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : লা লিগা জয় থেকে আর খানিকটা দূরে এফসি বার্সেলোনা। হান্সি ফ্লিকের অধীনে দুর্দান্ত ফুটবল খেলছে কাতালান জায়ান্টরা। লামিন ইয়ামাল-রাফিনহা-পেদ্রিরা যে ব্র্যান্ডের ফুটবল খেলছে, তাতে লা লিগায় চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের থেকে ৭ পয়েন্টে এগিয়ে রয়েছে বার্সেলোনা।
এই পরিস্থিতিতে বার্সেলোনা যদি নিজেদের সব ম্যাচ জেতে, তাহলে কোনও চিন্তা না রেখেই আগামী ২৫ মে অ্যাথলেটিক বিলবাওয়ের বিরুদ্ধে ম্যাচ জিতে স্প্যানিশ লিগ ঘরে তুলবে বার্সেলোনা। তবে আরও সহজ হয়ে যাবে, যদি বৃহস্পতিবার গেটাফের বিরুদ্ধে রিয়াল মাদ্রিদ যদি হারে। সেক্ষেত্রে আগামী ১১ মে এল ক্লাসিকোয় রিয়ালকে হারালেই লা লিগা খেতাব জিতে নেবে বার্সেলোনা।
তবে রিয়াল মাদ্রিদের ক্ষেত্রে কাজটা খুবই কঠিন, কিন্তু অসম্ভব নয়। এই মুহুর্তে বার্সেলোনার সূচি বেশ কঠিন। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে ইন্টার মিলানের বিরুদ্ধে কঠিন সেমি ফাইনাল ম্যাচ রয়েছে। এছাড়া লা লিগায় রিয়াল ভায়াদোলিদ, এস্পানিয়ল, ভিয়ারিয়াল ও বিলবাওয়ের মত কঠিন প্রতিপক্ষের বিরুদ্ধে ম্যাচ রয়েছে। এই ম্যাচগুলির একটিতে যদি বার্সা হারে, আর রিয়াল যদি নিজেদের সব ম্যাচে জেতে, তাহলে ব্যবধান কমে আসবে ৪ পয়েন্টে।
আর সব শেষে, যদি ১১ মে এল ক্লাসিকোয় বার্সেলোনাকে হারাতে পারে রিয়াল মাদ্রিদ, তাহলে ব্যবধান কমে আসবে ১ পয়েন্টে। কিন্তু এক্ষেত্রে নিজেদের বাকি সব ম্যাচ জিততে হবে রিয়াল মাদ্রিদকে।