আইলিগের চ্যাম্পিয়নশিপ নির্ধারিত হবে শেষ দিনে, লড়াই চার দলের মধ্যে

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : জমজমাট জায়গায় চলে এসেছে এবারের আইলিগ, যেখানে এখনও অবধি নির্ধারিত নয় কোন দল চ্যাম্পিয়ন হবে। এখন যা পরিস্থিতি, তাতে চারটি দল চ্যাম্পিয়নশিপের জায়গায় রয়েছে। এখন শেষ ম্যাচডেতে নির্ধারিত হবে, কোন দল চ্যাম্পিয়ন হবে।
এই মুহুর্তে লিগের শীর্ষে রয়েছে চার্চিল ব্রাদার্স, ২১ ম্যাচে ৩৯ পয়েন্ট। দ্বিতীয় স্থানে রয়েছে গোকুলাম কেরালা, যাদের পয়েন্ট ৩৭। তৃতীয় স্থানে রয়েছে রিয়াল কাশ্মীর, যাদের পয়েন্ট ৩৬। আর চতুর্থ স্থানে রয়েছে ইন্টার কাশী, যাদের পয়েন্ট ৩৬, যদিও সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের অ্যাপিলস কমিটির সিদ্ধান্তের জন্য নামধারী ম্যাচের ৩ পয়েন্ট পাওয়া থেকে বঞ্চিত হয়েছে। ফলে ৩৬ এ নেমে গিয়েছে কাশী। যেহেতু সেই বিষয়টি এখনও বিচারাধীন, তাই এই লড়াইয়ে রয়েছে কাশী।
শেষ ম্যাচে চার্চিল ব্রাদার্স মুখোমুখি হবে রিয়াল কাশ্মীরের বিরুদ্ধে। সেই ম্যাচে যদি চার্চিল এক পয়েন্ট পেলেই চ্যাম্পিয়ন। এছাড়াও কাশ্মীরের বিরুদ্ধে ন্যুনতম ২ গোলের ব্যবধানে হারলেও চার্চিলের সুযোগ থাকবে জেতার, যদি না গোকুলাম কেরালা ডেম্পোর বিরুদ্ধে না জেতে।
এদিকে গোকুলাম কেরালাকে নিজেদের শেষ ম্যাচে ডেম্পো এফসিকে হারাতে হবে এবং খেয়াল রাখতে হবে, রিয়াল কাশ্মীর যেন চার্চিল ব্রাদার্সকে হারায়।
এদিকে রিয়াল কাশ্মীরের চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা ক্ষীণ, যেখানে তাদের চার্চিলকে ন্যুনতম তিন গোলের ব্যবধানে জিততে হবে এবং খেয়াল রাখতে হবে গোকুলাম যেন ডেম্পোর বিরুদ্ধে না জেতে।
সব শেষে রয়েছে ইন্টার কাশী, যাদের ভাগ্য ঝুলে রয়েছে সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের শৃঙ্খলারক্ষা কমিটির সিদ্ধান্তের উপর। যদি নামধারী ম্যাচের ৩ পয়েন্ট পেয়ে যায়, তাহলে তাদের শেষ ম্যাচে রাজস্থান ইউনাইটেডকে হারাতে হবে এবং খেয়াল রাখতে হবে চার্চিল যেন কাশ্মীরকে না হারায়। এছাড়াও রাজস্থানের বিরুদ্ধ ড্র করলেও, কাশীর কাছে সুযোগ থাকবে চ্যাম্পিয়ন হওয়ার, যদি চার্চিল কাশ্মীরের কাছে হারে এবং গোকুলাম ডেম্পোর বিরুদ্ধে না জেতে।