আইপিএলের মাঝে প্রিয় মোহনবাগানের জন্য বড় বার্তা সঞ্জীব গোয়েঙ্কার

এক্সট্রা টাইম ওয়েব ডেস্কঃ ২০২৫ আইপিএলে লখনু সুপার জায়ান্টের ম্যাচ নিয়ে ব্যস্ত সুপার জায়ান্ট কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কা। নতুন অধিনায়ক ঋষভ পন্থের সঙ্গে প্রতি ম্যাচ শেষেই আলাপ আলোচনা করতে দেখা যায় সঞ্জীব গোয়েঙ্কাকে। তবে এরই মাঝে আইএসএলের সেমিফাইনালের প্রথম ম্যাচ খেলতে নামছে মোহনবাগান সুপার জায়ান্ট। জামশেদপুর এফসির বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচে নামার আগে মোলিনা ব্রিগেডের উদ্দেশ্যে নিজের এক্স হ্যান্ডেলে বড় বার্তা দিলেন সঞ্জীব গোয়েঙ্কা।
মোহনবাগান দলের একটি ছবি পোস্ট করে গোয়েঙ্কা লিখেছেন, "মোহনবাগান সুপার জায়ান্টকে সেমিফাইনালের জন্য শুভেচ্ছা জানাই। তোমাদের নিষ্ঠা এবং পরিশ্রম তোমাদের এতদূর পর্যন্ত নিয়ে এসেছে। এবার পরবর্তী ধাপ নেওয়ার সময় এসেছে। মোহনবাগান সমর্থকেরা তোমাদের সঙ্গেই রয়েছে।"
Wishing @mohunbagansg all the best for the semi-finals! Your hard work and dedication have brought you this far – it's time for the next step. The #Mariners are behind you all the way. ????❤️#JoyMohunBagan #MBSG #ISL pic.twitter.com/7p4NqKtiNG
— Dr. Sanjiv Goenka (@DrSanjivGoenka) April 3, 2025
মনবীর, আপুইয়াহীন মোহনবাগান জেমশেদপুর ম্যাচে নামার আগে চূড়ান্ত প্রস্তুতি সেরে নিয়েছে। এখন দেখার খালিদ জামিলের জামশেদপুরের বিরুদ্ধে কেমন খেলেন লিস্টন, ম্যাকলারেনরা।