কোথায় কীভাবে মিলবে আইএসএল ফাইনালের টিকিট? জানুন এখানে

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : আগামী শনিবার আইএসএল ২০২৪-২৫ এর মেগা ফাইনালে মুখোমুখি হবে দুই হেভিওয়েট মোহনবাগান সুপার জায়ান্ট ও বেঙ্গালুরু এফসি। প্রতিযোগিতার নিয়ম অনুযায়ী, লিগে তুলনামূলক ভালো জায়গায় থাকার কারণে ফাইনাল হবে মোহনবাগানের ঘরের মাঠে, অর্থাৎ যুবভারতী ক্রীড়াঙ্গনে।
আর এই ম্যাচকে ঘিরে উন্মাদনা চরমে গোটা বাংলায়। টিকিটের জন্য ইতিমধ্যেই চাহিদা শুরু হয়ে গিয়েছে। তবে এই মেগা ম্যাচের অনলাইন টিকিট ছাড়া হবে বুধবার অর্থাৎ ৯ এপ্রিল বিকেল ৪টে থেকে বুক মাই শোতে। এই সংস্থার ওয়েবসাইট বা মোবাইল অ্যাপ থেকে অনলাইনে টিকিট কাটা যাবে।
তবে অনলাইন টিকিট শুধু কাটলেই হবে না, সেগুলির হার্ড কপিও সংগ্রহ করতে হবে, যা মিলবে আগামী ১০ ও ১১ এপ্রিল যুবভারতী ক্রীড়াঙ্গনের ৪ নম্বর গেটের কাছে বক্স অফিসে। যদিও এখনও সময় ঘোষিত হয়নি, তবে যা সম্ভাবনা, সকাল ১১টা থেকে সন্ধ্যে ৬টা অবধি পাওয়া যাবে টিকিট।
যদি কোনও কারণে ১০ বা ১১ এপ্রিল টিকিট সংগ্রহ করতে নাও পারলেন, তাতেও সমস্যা নেই। সুভাষ সরোবর কমপ্লেক্সের কাছে বেলেঘাটা মহাদেব ক্লাবে ম্যাচের দিন অর্থাৎ ১২ এপ্রিল মিলবে অনলাইন টিকিটের হার্ড কপি। যদিও এখনও অফলাইন টিকিটের কোনও আপডেট দেয়নি, তবে বৃহস্পতিবারের মধ্যে সেই নিয়ে আপডেট চলে আসবে বলে জানা গিয়েছে।