এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : শনিবার ইডেন গার্ডেন্সে চলতি রঞ্জি ট্রফির শেষ ম্যাচে পাঞ্জাবকে এক ইনিংস ও ১৩ রানে হারায় বাংলা। আর এর ফলেই শেষ হল ঋদ্ধিমান সাহার বর্ণময় ক্রিকেট কেরিয়ার। ম্যাচ শেষে বাংলার সতীর্থরা কাঁধে তুলে ড্রেসিংরুমে নিয়ে যান।
এবার প্রিয় সতীর্থ ঋদ্ধির অবসরে বিশেষ বার্তা লিখেছেন তারকা পেসার মহম্মদ শামি। বর্তমানে টি২০ সিরিজ খেলতে ভারতীয় দলের সাথে রয়েছেন শামি। তবে এই রঞ্জিতে ঋদ্ধির সাথে খেলেছেন কয়েকটি ম্যাচ। এছাড়া নিজেদের কেরিয়ারে বাংলার হয়ে অসংখ্য ম্যাচ খেলেছেন এই দুই তারকা।
নিজের সোশ্যাল মিডিয়ায় শামি লিখেছেন, "আজ আমরা ভারতীয় ক্রিকেটের সত্যিকারের একজন কিংবদন্তিকে বিদায় জানাচ্ছি, তিনি হলেন ঋদ্ধিমান সাহা। ওনার অসাধারণ কিপিং এবং মাঠ ও মাঠের বাইরের অগুনতি স্মরণীয় মুহুর্ত বিশেষ ছাপ রেখে দিয়ে গিয়েছে। রঞ্জি ট্রফি থেকে জাতীয় দল, ওনার পরিশ্রম ও আবেগ আমাদের সকলকে অনুপ্রাণিত করেছে। পরবর্তী অধ্যায়ের জন্য শুভেচ্ছা ঋদ্ধিমান। আপনার কাজ আগামী প্রজন্মকে উৎসাহিত করবে।"
Today we bid farewell to a true legend of Indian cricket, Wriddhiman Saha. His brilliant glove work and countless memorable moments, both on and off the field, have left an indelible mark. From the Ranji Trophy to the national team, his dedication and passion have inspired us… pic.twitter.com/qECcX88WCk
— ???????????????????????????????? ???????????????????? (@MdShami11) February 1, 2025