এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : গত মরশুমে এসসি ইস্টবেঙ্গলের হতাশাজনক পারফর্মেন্সের পর অনেকেই কোচ রবি ফাউলারকে সমালোচনা করেছে। কোচিংয়ে কার্যত অনভিজ্ঞ রবি ফাউলারকে পরের মরশুমে দেখতে চান না অসংখ্য লাল-হলুদ সমর্থক। এই পরিস্থিতিতে এবার এসসি ইস্টবেঙ্গলের গ্যাফারকে পেতে আগ্রহ দেখালো সুইন্ডন টাউন।
ইংল্যান্ডের চতুর্থ ডিভিশনের এই ক্লাব ইতিমধ্যেই কথাবার্তা শুরু করেছে রবি ফাউলারের সাথে, এমনই দাবি করছে ইংরেজ মিডিয়া বিবিসি রেডিও। গত মাসে ইংল্যান্ডের তৃতীয় ডিভিশন অর্থাৎ লিগ ওয়ান থেকে অবনমিত হয়েছিল সুইন্ডন টাউন, আর এর জেরে বরখাস্ত হয়েছিলেন সেবারের কোচ জন শেরিডান। আর এর জেরে কোচ হিসেবে লিভারপুলের এই কিংবদন্তির পেতে আগ্রহ দেখিয়েছে সুইন্ডন।
যদিও এসসি ইস্টবেঙ্গলের সাথে এক বছরের চুক্তি রয়েছে ফাউলারের, আর তা ছাড়াও চতুর্থ ডিভিশনের একটি ক্লাবের অফার আদৌ গ্রহণ করবেন কিনা, সে নিয়েও সন্দেহ রয়েছে। তবে ফাউলারকে কোচ হিসেবে পেতে আগ্রহ যে রয়েছে ফুটবল মহলে, অন্তত তা তো জানা গেল।