এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : ইউরোপীয় প্রতিযোগিতা থেকে আগেই ছিটকে গিয়েছে, লা লিগার জেতার আশা কার্যত ক্ষীণ বলাই যায়। এই পরিস্থিতিতে এখন বার্সিলোনার হেড কোচ জাভির লক্ষ্য আগামী মরশুমে আরও ভালো পারফর্ম করার।
তবে বার্সিলোনার এই খারাপ সময়ের মাঝেও বেশ কিছু ফলাফল সত্যিই চমকপ্রদ, আর তার মধ্যে অন্যতম হল বার্নাবিউতে ফর্মে থাকা রিয়াল মাদ্রিদের বিরুদ্ধে ৪-০ জয়। এই জয়টিকে এবার কল্পবিজ্ঞানের সাথে তুলনা করে বসলেন জাভি।
রায়ো ভায়োকানোর বিরুদ্ধে ম্যাচের আগে জাভি বলেন, "আমরা এবার কিছু সায়েন্স ফিকশন মুহূর্ত কাটিয়েছি, যেমন বার্নাব্যুতে ৪-০ গোলের জয়। ভয়ংকর কিছু অবস্থার মধ্য দিয়ে গিয়েছি, যখন আমাদের কোনো খেলোয়াড় ছিল না, নভেম্বরে যা হয়েছিল। আমাদের বুঝতে হবে আমরা মেসি-উত্তর যুগে প্রবেশ করেছি এবং আমাদের অনেক ধৈর্য ধরতে হবে। পরিস্থিতি এখনো শিরোপা জেতার মতো বদলায়নি। আমাদের নিজেদের শক্তি বাড়াতে হবে এবং খেলায় সাহসী হতে হবে। আমাদের বাস্তববাদী হতে হবে, সাহস থাকতে হবে।"
এদিকে কাদিজের বিরুদ্ধে হারের পর জাভি লিগজয়ের আশা ছাড়লেও এখনও প্রচন্ড আশাবাদী বার্সিলোনার প্রেসিডেন্ট জোয়ান লাপোর্তা। এমনকি, দলের অভিজ্ঞ খেলোয়াড় দানি আলভেস মনে করেন, রিয়ালের ভাগ্য ভালো বার্সিলোনা ফর্ম খুঁজে পেতে দেরি করেছে। না হলে এবার লিগ বার্সাই জিতত।
এই নিয়ে জাভি বলেছেন, "সভাপতির ইতিবাচকতা আমার চেয়ে বেশি। আলভেজ যা বলেছে…আমরা কখনো সেটা জানব না (সত্য হতো কি না)। নকআউট প্রতিযোগিতাগুলোয় আমরা যথেষ্ট করিনি। আমাদের অনেক ধৈর্য ধরতে হবে। প্রথমে আমাদের তা দেখাতে হবে। আগামী বছর আমরা শিরোপা জেতার জন্য লড়ব।"
জাভি আসার পর বার্সিলোনা ঘুরে দাঁড়িয়েছে তা বলাই যায়, নবম স্থান থেকে ১২ পয়েন্টের ব্যবধানে থেকে আজ দ্বিতীয় স্থানের জন্য লড়াই করছে বার্সিলোনা, খেলছে অসাধারণ ব্র্যান্ডের ফুটবল। তবে বড্ড দেরি হয়ে গেল, এমনটাই ধরা যায়।