সুপার ওভারে শূন্য রান! হতবাক বিশ্ব ক্রিকেট

এক্সট্রা টাইম ওয়েব ডেস্কঃ টি টোয়েন্টি ক্রিকেট মানেই প্রথম থেকে শেষ পর্যন্ত টানটান উত্তেজনা। নির্ধারিত ২০ ওভারে দুই দলের রান সংখ্যা একই হলে ম্যাচ গড়াই সুপার ওভারে। এই একটি ওভারেই রানের বন্যা বইয়ে দেন ব্যাটাররা। তবে এবার আন্তর্জাতিক ক্রিকেটে এমন এক ঘটনা ঘটল যা চমকে দিয়েছে ক্রিকেট মহলকে। সুপার ওভারে রানসংখ্যা নাকি ০!
এমনই ঘটনা ঘটেছে মালয়েশিয়ার ত্রিদেশীয় সিরিজে। যেখানে হংকংয়ের বিরুদ্ধে সুপার ওভারে ০ রান করে বাহরিন।
এই ম্যাচে প্রথমে ব্যাট করে ৭ উইকেটের বিনিময় ১২৯ রান করে হংকং। জবাবে ২০ ওভারে বাহরিনের রানসংখ্যাও ১২৯। ফলে ম্যাচ গড়ায় সুপার ওভারে।
বাহরিন দলের ব্যাটাররা সুপার ওভারে ব্যাট করতে নেমে দ্বিতীয় এবং তৃতীয় বলে উইকেট দিয়ে আসেন। ফলে নিয়মানুযায়ী সুপার ওভারে দুই উইকেট পড়ে গেলে সেই দল আর ব্যাট করতে পারেনা। ফলত দলের রানসংখ্যা শূন্য থাকার সময়েই সুপার ওভার শেষ হয়ে যায় বাহরিনের।