আমার তাদেরই প্রয়োজন যারা গোল করতে পারে, সুনীলকে ফিরিয়ে আনা নিয়ে উবাচ মানোলোর

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : মালদ্বীপ ও বাংলাদেশের বিরুদ্ধে খেলতে ইতিমধ্যেই শিলং চলে এসেছে ভারতীয় দল। তবে সকলের নজর রয়েছে কিংবদন্তি ফরোয়ার্ড সুনীল ছেত্রীর দিকে, যিনি অবসর ভেঙে হেড কোচ মানোলো মার্কেজের আবেদনে আবারও জাতীয় দলে এসেছেন। মানোলোর এই সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন উঠলেও নিজের যুক্তি খাঁড়া করেছনে স্প্যানিশ কোচ।
এআইএফএফ মিডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে মানোলো বলেছেন, "সুনীল আইএসএলের সর্বোচ্চ ভারতীয় গোলদাতা, যার দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা ব্রাইসন ফার্নান্ডেজের থেকে দ্বিগুণ বেশি গোল রয়েছে। তারপর রয়েছে শুভাশিস বসু, ইরফান ইয়াদওয়াদ, মনবীর সিং, আরও অনেকে যারা আমাদের সাথে জাতীয় দলে রয়েছেন। আমাদের তাদেরই দরকার যারা গোল করতে পারে। আমার চার ম্যাচে, আমরা কেবলমাত্র দুটি গোলই করতে পেরেছি, যার মধ্যে একটি সেটপিসে। এই মুহুর্তে, সব থেকে গুরুত্বপূর্ণ হল ফলাফল আনা। এছাড়া বাকি সব গুরুত্বহীন।"
আইএসএল এই মরশুমই সুনীল ছেত্রীর সেরা মরশুম বলা যায়, যেখানে তিনি ১২টি গোল করেছেন। ৪০ বছর বয়সে সুনীলের এই খেলা নিয়ে মানোলো বলেছেন, "আমি সুনীলকে ডাকার আগে এআইএফএফ এবং বেঙ্গালুরু এফসির সাথে কথা বলেছিলাম। আমি সুনীলের সাথে কথা বলে ওনাকে বুঝিয়েছিলাম যে আমি ওনার থেকে কি চাই। ৪০ বছর বয়স হলেও কিছু যায় আসে না। জাতীয় দলে তেমন খেলোয়াড়ই প্রয়োজন যারা ভালো ফর্মে রয়েছেন।"