যুব ফুটবলে নবজোয়ার তুলে বড়সড় কীর্তি গড়ল মোহনবাগান সুপার জায়ান্ট

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : চলতি মরশুমে অপ্রতিরোধ্য দল গড়েছে মোহনবাগান সুপার জায়ান্ট, যার জেরে ডুরান্ড কাপে রানার্স এবং আইএসএলে লিগ শিল্ড জিতেছে। তবে শুধু সিনিয়র দলের সাফল্যতে সীমাবদ্ধ নেই, রিজার্ভ ও জুনিয়র দলেও দুর্দান্ত সাফল্য অর্জন করেছে মোহনবাগান।
চলতি মরশুমে মোহনবাগানের সকল বয়সভিত্তিক দল সকল সর্বভারতীয় স্তরের প্রতিযোগিতার মূলপর্বে যোগ্যতা অর্জন করেছে। এআইএফএফ অনুর্ধ্ব-১৩ সাব জুনিয়র, অনুর্ধ্ব-১৫ জুনিয়র এবং অনুর্ধ্ব-১৭ এলিট লিগের জাতীয় পর্বে যোগ্যতা অর্জন করেছে মোহনবাগান। আর প্রতিটার আঞ্চলিক পর্বে শীর্ষস্থানে থেকে যোগ্যতা অর্জন করেছে তারা। শুধু রিলায়েন্স ফাউন্ডেশন ডেভেলপমেন্ট লিগে দ্বিতীয় স্থানে থেকে জাতীয় পর্বে উঠেছে মোহনবাগান।
অন্যদিকে ইস্টবেঙ্গলের অনুর্ধ্ব-১৩, অনুর্ধ্ব-১৫ ও রিজার্ভ দল জাতীয় পর্বে যোগ্যতা অর্জন করলেও শুধুমাত্র অনুর্ধ্ব-১৭ দলটিই যোগ্যতা অর্জন করতে পারেনি।