ক্রিকেট ছাড়ার পর কী করবেন? বড়সড় আভাস দিয়ে রাখলেন বিরাট কোহলি

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : ৩৬ বছর বয়স সত্ত্বেও আজও যেভাবে নিজেকে তুলে ধরছেন বিরাট কোহলি, তা সত্যিই শিক্ষণীয়। তবে বিরাট কোহলির কেরিয়ারের শেষ পর্যায় যে চলছে এটি, তা বলাই যায়। ইতিমধ্যেই টি২০ আন্তর্জাতিক থেকে অবসর নিয়েছেন।
এবার পুরোপুরি ক্রিকেট ছাড়লে কী করবেন, সে নিয়ে বড়সড় আভাস দিয়ে রাখলেন বিরাট। সম্প্রতি এক সাক্ষাৎকারে বিরাট কোহলি বলেছেন, "আমি সত্যিই জানি না অবসরের পর আমি কি করব। সম্প্রতি আমার এক সতীর্থকে এই প্রশ্নই জিজ্ঞেস করেছিলাম, আর উত্তর একই পেয়েছিলাম। হয়ত অনেক বেশি ভ্রমণ করব।"
এরপর বিরাট বলেছেন, "আমার মধ্যে হয়ত আরও একবার অস্ট্রেলিয়া সফর করার জায়গা নেই। তাই অতীতে যা হয়েছে, তা নিয়েই আমি শান্তিতে রয়েছি।"