টি২০ আন্তর্জাতিক থেকে অবসর ভেঙে এই ম্যাচ খেলার ইচ্ছাপ্রকাশ করলেন বিরাট কোহলি

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : গত বছর টি২০ বিশ্বকাপ জেতার পর এই ফর্ম্যাট থেকে অবসর ঘোষণা করেছিলেন বিরাট কোহলি। কিন্তু এবার বিরাট কোহলি অবসর ভেঙে ফিরে আসার ইচ্ছাপ্রকাশ করেছেন, তাও আবার এই বিশেষ ম্যাচ খেলার জন্য।
সম্প্রতি এক ইভেন্টে বিরাট জানিয়েছেন, যদি ভারত ২০২৮ লস অ্যাঞ্জেলেস অলিম্পিক্সে পুরুষদের ক্রিকেটের ইভেন্টের ফাইনালে ওঠে, তাহলে সেই ম্যাচ খেলার জন্য অবসর ভেঙে ফিরে আসতে পারেন। ১২৮ বছর পর অলিম্পিক্সে আবার ফিরছে ক্রিকেট, যা টি২০ ফর্ম্যাটে হওয়ার কথা রয়েছে।
এই নিয়ে বিরাট বলেছেন, "যদি ভারত ২০২৮ সালের অলিম্পিক্স ফাইনালে ওঠে, তখন হয়ত ঐ একটি ম্যাচ খেলার জন্য অবসর ভেঙে ফিরে আসার কথা ভাবতে পারি। একটা অলিম্পিক পদক পেলে দারুণ লাগবে।"