আশঙ্কা কাটিয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন তামিম ইকবাল

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : গত সোমবার হৃদরোগে আক্রান্ত হওয়া বাংলাদেশের তারকা ক্রিকেটার তামিম ইকবাল শুক্রবার দুপুরে বাড়ি ফিরেছেন। যা নিঃসন্দেহে ভালো খবর ক্রিকেটপ্রেমীদের জন্য। এই খবরটি নিশ্চিত করেছেন তামিমের ভাই নাফিস ইকবাল।
সোমবার মহামেডানের হয়ে শাইনপুকুরের বিরুদ্ধে খেলতে গিয়ে অসুস্থ বোধ করেছিলেন তামিম। সেই সময়ে দুইবার হার্ট অ্যাটাক হয় তামিমের। তড়িঘড়ি তাঁকে ভর্তি করা হয়েছিল গাজীপুরের কেপিজে হাসপাতালে। সেখানে তার হৃদপিন্ডে বিশেষ রিং পড়ানো হয়েছে। এক দিন থাকার পর ঢাকার এভারকেয়ারে ভর্তি করা হয়েছিল তামিমকে।
তবে এখনই ক্রিকেট মাঠে নামতে পারবেন না তামিম। আপাতত তিন মাস বিশ্রাম নিতে হবে বাঁ হাতি এই ওপেনারকে। তামিমের পরিবারের তরফ থেকে জানানো হয়েছে, ভালো চিকিৎসার জন্য ব্যাঙ্কক বা সিঙ্গাপুরে নিয়ে যাওয়ার পরিকল্পনা করছেন তারা।