২০২৭ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল আয়োজন করতে চায় ভারত

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : আগামী বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল আয়োজন করতে চায় ভারত। ২০২৭ সালে হতে চলা ফাইনাল আয়োজন করার জন্য আইসিসিকে চিঠি দিতে চলেছে বিসিসিআই। এর আগে ২০২১ ও ২০২৩ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল হয়েছে ইংল্যান্ডের হ্যামশায়ার ও ওভালে। ২০২৫ সালের ফাইনাল হতে চলেছে লর্ডসে, যেখানে মুখোমুখি হবে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা।
২০২৭ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল কোথায় হবে, সেই নিয়ে গত মাসে জিম্বাবুয়েতে আইসিসির বৈঠজে আলোচিত হয়েছে। ভারতের পক্ষ থেকে উপস্থিত ছিলেন অরুণ ধুমাল। সেখানে অরুণ বিসিসিআইয়ের তরফ থেকে ফাইনাল ভারতে আয়োজন করার প্রস্তাব দেন। বলা বাহুল্য, আইসিসির চেয়ারম্যানের পদে রয়েছেন প্রাক্তন বিসিসিআই সচিব জয় শাহ, ফলে ভারতে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল না হওয়াটা অসম্ভব কিছু নয়।
এই নিয়ে বিসিসিআইয়ের এক আধিকারিক বলেছেন, "২০২৭ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠলে ঘরের মাঠে খেলার সুযোগ পাবে ভারত। আর যদি ভারত না ওঠে, তবুও অন্য দুই দেশের খেলা উপভোগ করতে পারবেন দর্শকরা।"