ম্যাচ গড়াপেটা করছে এই আইপিএল ফ্র্যাঞ্চাইজি! সামনে এল বিস্ফোরক অভিযোগ

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : আবারও আইপিএলে ম্যাচ গড়াপেটা! চাঞ্চল্যকর অভিযোগ সামনে এনেছেন রাজস্থান ক্রিকেট অ্যাসোসিয়েশনের অ্যাড হক কমিটির আহ্বায়ক জয়দীপ বিহানি। তার দাবি, সম্প্রতি লখনউ সুপার জায়ান্টের বিরুদ্ধে রাজস্থান রয়্যালসের ২ রানে হারে গড়াপেটার গন্ধ পাচ্ছেন।
এই নিয়ে স্থানীয় এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে শ্রী গঙ্গানগরের বিজেপি সাংসদ বিহানি জানিয়েছেন যে একটি বাচ্চা ছেলেও বুঝতে পারবে যে লখনউয়ের বিরুদ্ধে ম্যাচটি গড়াপেটা ছিল, যেখানে ঘরের মাঠে শেষ ওভারে আভেশ খানের বিরুদ্ধে সহজ ৯ রান করতে ব্যর্থ হয় রাজস্থান।
राजस्थान रॉयल्स का पिछला मैच फिक्स था?
— News18 Rajasthan (@News18Rajasthan) April 21, 2025
RCA एड-हॉक कमेटी कन्वीनर ने लगाए गंभीर आरोप
BCCI और जांच एंजेंसियों जांच करें तो सच्चाई बाहर होगी- बिहाणी#RajasthanRoyals #IPL #LSGVsRR #BCCI #RajasthanWithNews18 pic.twitter.com/gMc65VxXMA
লখনউয়ের বিরুদ্ধে রান তাড়া করতে গিয়ে রাজস্থান রয়্যালস একটা সময়ে ১৫৬/২ স্কোরে ছিল। ১৮ বলে মাত্র ২৫ রান প্রয়োজন ছিল। কিন্তু তারপর ধস নামে রাজস্থান ব্যাটিংয়ে। যার ফলে আভেশ খানের শেষ ওভারে ৯ রান তুলতে ব্যর্থ হন ধ্রুব জুরেল, শিমরন হেটমায়ার ও শুভম দুবে।
এদিকে রয়্যালস ম্যানেজমেন্টের অংশ হিসেবে রাজস্থান ক্রিকেট অ্যাসোসিয়েশনকে না নেওয়া নিয়ে ক্ষোভ উগড়েছেন বিহানি। তিনি বলেছেন, "রাজস্থান সরকারের তরফ থেকে অ্যাড হক কমিটি তৈরি করা হয়েছে। এই নিয়ে পঞ্চমবার এই কমিটির স্থায়িত্ব বাড়ানো হয়েছে। আমরা খেয়াল রাখি যাতে কোনও সমস্যা ছাড়া সকল ধরণের প্রতিযোগিতা চলে। কিন্তু আইপিএল আসতেই, জেলা পরিষদ পুরো নিয়ন্ত্রণ নিয়ে নেয়। যেখানে বিসিসিআই শুধুমাত্র রাজস্থান ক্রিকেট অ্যাসোসিয়েশনকে চিঠি পাঠিয়েছে, জেলা পরিষদকে নয়। ওদের আর রাজস্থান রয়্যালসের যুক্তি হচ্ছে, সোয়াই মানসিং স্টেডিয়ামের মৌ আমাদের কাছে নেই। যদি মৌ না থাকে, তাতে কী? আপনারা প্রতি ম্যাচে জেলা পরিষদকে টাকা দিচ্ছেন না?"