আইলিগ ২ ট্রফি তুলে দেওয়ার জন্য ক্রীড়ামন্ত্রীকে আমন্ত্রণ ডায়মন্ড হারবার এফসির

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : ইতিমধ্যেই আইলিগ ২ চ্যাম্পিয়ন হয় আইলিগে যোগ্যতা অর্জন করেছে ডায়মন্ড হারবার এফসি। আগামী শনিবার দুপুর ৩টেয় নৈহাটি স্টেডিয়ামে বেঙ্গালুরু ইউনাইটেডের বিরুদ্ধে লিগের শেষ ম্যাচ খেলতে নামবে ডায়মন্ড। সেই ম্যাচের পরেই ট্রফি তুলে দেওয়া হবে কিবু ভিকুনাদের হাতে।
এমন পরিস্থিতিতে দলের হাতে ট্রফি তুলে দেওয়ার জন্য রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসকে শনিবার নৈহাটি স্টেডিয়ামে আমন্ত্রণ জানিয়েছে ডায়মন্ড হারবার এফসি। জানা গিয়েছে, ইতিমধ্যেই সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের টুর্নামেন্ট কমিটিকে চিঠি দিয়েছে ডায়মন্ড।
এর আগে ইন্ডিয়ান উইমেন্স লিগ ট্রফি তুলে দেওয়ার জন্য ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসকে আমন্ত্রণ জানিয়েছিল ইস্টবেঙ্গল ক্লাব। এবার সেই পথেই হাঁটল ডায়মন্ড। এছাড়া আইএফএর কর্মকর্তাদের আমন্ত্রণ জানিয়েছে ডায়মন্ড হারবার এফসি।
এদিকে ম্যাচ শেষে কোচ-ফুটবলারদের নিয়ে নৈহাটিতে ট্রফি জয়ের পদযাত্রার পরিকল্পনা করছে ডায়মন্ড হারবার এফসি। এই নিয়ে স্থানীয় প্রশাসনের কাছে আবেদন জানিয়েছে তারা।