সমাজের সাহসিনীদের সম্মান জানাতে বিশেষ উদ্যোগে জুড়ল কলকাতা নাইট রাইডার্স

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : সমাজে নানা বাধা-বিপত্তি ও সমস্যার মধ্যে দিয়ে নারীদের উত্থান ও তাদের এগিয়ে যাওয়া সত্যিই অনুপ্রেরণার আমাদের সকলের জন্য। সেই নারীদের সম্মান জানাতে বিশেষ উদ্যোগ সামনে আনল কলকাতা নাইট রাইডার্স, যার নাম 'সাহসী রাণী'। মঙ্গলবার রয়্যাল ক্যালকাটা গলফ ক্লাবে নাইট গলফের অষ্টম সংস্করণে এই বিশেষ উদ্যোগের উন্মোচন করল কেকেআর।
এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলকাতা নাইট রাইডার্সের সিইও ভেঙ্কি মাইসোর, মেন্টর ডোয়েন ব্রাভো, অধিনায়ক অজিঙ্ক রাহানে সহ একাধিক তারকা ক্রিকেটার।
এই উদ্যোগে মূলত তিনটি বিষয়কে দেখা হবে, প্রথমত, সমাজের অনুন্নত এলাকার মহিলাদের সেলাই ও মেকআপ সংক্রান্ত প্রশিক্ষণ দেওয়া, যাতে তারা আর্থিকভাবে স্বাবলম্বী হতে পারে। দ্বিতীয়ত, রিহ্যাবিলিটেশন হোমে দুঃস্থ মেয়ে ও শিশুদের সাথে মানসিকভাবে পাশে থাকার জন্য বিভিন্ন স্পোর্টস প্রোগ্র্যামের আয়োজন করা। আর তৃতীয়ত, আদিবাসী মহিলাদের সমাজের শিক্ষক হিসেবে তৈরি করা, যারা দুরদুরান্তে থাকা নিজেদের গ্রামের মানুষদের লেখাপড়া শেখাবে।
নাইট গলফ থেকে যে অর্থ উঠবে, তা মীর ফাউন্ডেশন হয়ে এই উদ্যোগে আসবে। এই নিয়ে ভেঙ্কি মাইসোর বলেছেন, "এই উদ্যোগটি ক্রিকেটের বাইরে কলকাতা নাইট রাইডার্সের কার্যকলাপকে তুলে ধরে। যেখানে নাইট গলফের সাথে এই অসাধারণ নারীদের উদযাপন করে, আমরা সমাজে বদল আনার অঙ্গীকারে নিজেদের আবদ্ধ করছি।"