ম্যাচ গড়াপেটার অভিযোগকে উড়িয়ে দিয়ে পাল্টা জবাব দিল রাজস্থান রয়্যালস

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : সদ্য রাজস্থান ক্রিকেট অ্যাসোসিয়েশনের অ্যাড হক কমিটির আহ্বায়ক জয়দীপ বিহানি অভিযোগ করেছিলেন, লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে ম্যাচে গড়াপেটা করেছিল রাজস্থান রয়্যালস। এবার তার বিরুদ্ধে পালটা জবাব দিল রাজস্থান।
এই নিয়ে রাজস্থান রয়্যালস ইতিমধ্যেই রাজ্যের মুখ্যমন্ত্রী, ক্রীড়ামন্ত্রী ও ক্রীড়া সচিবের কাছে বিহানির এমন দাবি নিয়ে অভিযোগ জানিয়েছে। রাজস্থান রয়্যালসের এক শীর্ষস্থানীয় কর্তা বিহানির এই দাবিকে "ভুয়ো, ভিত্তিহীন ও কোনও প্রমাণ নেই" বলে স্রেফ উড়িয়ে দিয়েছেন।
লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে একটা সময়ে জেতার জায়গায় থাকলেও, শেষ ওভারে ৯ রান তুলতে ব্যর্থ হয় তারা। আর এই নিয়ে সম্প্রতি এক সাক্ষাৎকারে জয়দীপ বিহানি অভিযোগ করেছেন, ম্যাচ গড়াপেটা হয়ত করে থাকতে পারে রাজস্থান রয়্যালস।