৮ ম্যাচে ৫টিতে হার! প্লে অফসে যাওয়াটা কতটা কঠিন নাইটদের জন্য?

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : সোমবার ইডেন গার্ডেন্সে গুজরাট টাইটান্সের বিরুদ্ধে পরাজিত হওয়ার পর কলকাতা নাইট রাইডার্স সমর্থকদের মধ্যে চিন্তা বাড়ছে, আদৌ প্লে অফসে উঠতে পারবে তারা? ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা বর্তমানে ৮ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে লিগ তালিকার সপ্তম স্থানে ধুঁকছে।
যদিও অঙ্ক দেখতে গেলে, এখনও প্লে অফসের আশা মেটেনি নাইটদের। বাকি ৬টি ম্যাচের সবকটিতে জিতলে, কেকেআরের পয়েন্ট দাঁড়াবে ১৮-তে, যা প্লে অফসে যাওয়ার জন্য যথেষ্ট। তবে যে ফর্মে রয়েছে নাইটরা, তাতে সব ম্যাচ তারা জিতবে এমনটা ভাবা কঠিন।
তবে ৬ ম্যাচের মধ্যে যদি ৫টিতেও জেতে, সেক্ষেত্রে ১৬ পয়েন্ট হবে নাইটদের, যা প্লে অফসে ওঠার জন্য কার্যত যথেষ্ট। তবে ৬ ম্যাচের মধ্যে যদি ২টি ম্যাচ হারে কলকাতা, তাহলে ১৪ পয়েন্ট হবে নাইটদের, যেখানে বাকি দলগুলোর পয়েন্ট হারানোর উপর বসে থাকতে হবে রাহানেদের।
ইতিমধ্যেই গুজরাট ১২ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার মগডালে রয়েছে। দিল্লি ক্যাপিটালস, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, পাঞ্জাব কিংস ও লখনউ সুপার জায়ান্টসের রয়েছে ৮ ম্যাচে ১০ পয়েন্ট। ফলে কাঙ্খিত ১৬ পয়েন্টে যেতে গুজরাটের লাগবে আর দুটি জয়, আর বাকি ৪ দলের লাগবে আর তিনটি জয়। ফলে নাইটদের পক্ষে কাজটা খুবই কঠিন।