মাঠের বাইরে এবার দেশকে গর্বিত করলেন জসপ্রীত বুমরাহ ও স্মৃতি মান্ধানা

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : বারবার দেশকে ম্যাচ জেতানোর কাজে নিয়োজিত থাকেন তারা। পুরুষদের দলের ক্ষেত্রে জসপ্রীত বুমরাহ, আর মহিলা দলের ক্ষেত্রে স্মৃতি মান্ধানা। দেশকে বারবার গর্বিত করেছেন তারা। এবার মাঠের বাইরেও দেশকে গর্বিত করলেন এই দুই তারকা ক্রিকেটার। মঙ্গলবার উইজডেন ক্রিকেটার্স অ্যালমানাকে বিশেষভাবে সম্মানিত হলেন তারা।
উইজডেনের পুরুষদের ক্রিকেটে 'লিডিং ক্রিকেটার অফ দ্য ওয়ার্ল্ড' খেতাব অর্জন করেছেন বুমরাহ। এদিকে মহিলাদের ক্রিকেটে 'লিডিং ক্রিকেটার অফ দ্য ওয়ার্ল্ড' খেতাব পাচ্ছেন স্মৃতি মান্ধানা। গত বছরের অসাধারণ পারফর্মেন্সের সৌজন্যে এই খেতাব অর্জন করেছেন তারা।
২০২৪ সালে ১৫ এর কম গড়ে ৭১টি টেস্ট উইকেট নিয়েছেন বুমরাহ। এছাড়াও জুন মাসে টি২০ বিশ্বকাপে ভারতকে সাফল্য এনে দেওয়ার ক্ষেত্রে মুখ্য ভূমিকা নিয়েছিলেন বুমরাহ। পাশাপাশি টেস্ট ইতিহাসের প্রথম বোলার হিসেবে ২০ এর কম গড়ে ২০০ উইকেট নেওয়ার কীর্তি গড়েছিলেন বুমরাহ। বর্ডার গাভাস্কার ট্রফিতে ১৩.০৬ গড়ে ৩২টি উইকেট নিয়ে একা ভারতের আক্রমণকে বয়ে নিয়ে গিয়েছিলেন বুমরাহ।
এদিকে স্মৃতি মান্ধানার কথা বললে, গত বছর সকল ফর্ম্যাট মিলিয়ে ১৬৫৯ রান করেছেন তিনি, যা আন্তর্জাতিক ক্রিকেটে কোনও মহিলা ক্রিকেটারের ক্ষেত্রে রেকর্ড। এর মধ্যে রয়েছে ৪টি ওয়ানডে শতরান, যা আরও একটি রেকর্ড। গত বছরের জুন মাসে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দশ উইকেটে জয়ে নিজের কেরিয়ারের দ্বিতীয় টেস্ট শতরান করেছিলেন স্মৃতি।