বেঙ্গালুরুকে হারাতে ভয়ঙ্কর একাদশ নামাবে সিএসকে

এক্সট্রা টাইম ওয়েব ডেস্কঃ শুক্রবার ২০২৫ আইপিএলের আরও একটি হাইভোল্টেজ ম্যাচ খেলবে চেন্নাই সুপার কিংস। মরসুমের প্রথম ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সকে হারানোর পর এবার ধোনির দলের প্রতিপক্ষ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। আরসিবির বিরুদ্ধে নিজেদের ঘরের মাঠে অসামান্য রেকর্ড চেন্নাইয়ের। সেই রেকর্ডই বজায় রাখতে বদ্ধপরিকর সিএসকে।
মুম্বইয়ের বিরুদ্ধে প্রথম ম্যাচে রচিন রবীন্দ্র এবং অধিনায়ক রুতুরাজ গায়েকওয়াড় দুরন্ত ব্যাটিং করে জয় এনে দিয়েছিল চেন্নাইকে। অন্যদিকে বিরাট কোহলি এবং ফিল সল্টও কলকাতার বিরুদ্ধে ঝোড়ো ইনিংস খেলে। ফলে দুই দলেরই টপ অর্ডারের দিকে নজর থাকবে সকলের।
বেঙ্গালুরুকে হারাতে শক্তিশালী দল নামাবে চেন্নাই। এক নজরে দেখে নিন চেন্নাইয়ের সম্ভাব্য একাদশ-