এক্সট্রা টাইম ওয়েব ডেস্কঃ ভারতীয় ক্রিকেট হেড কোচ রাহুল দ্রাবিড় এবং দলের অন্যান্য কর্মীরা চলতি ওয়েস্ট ইন্ডিজ সিরিজের পর বিশ্রাম পেতে চলেছেন। অগাস্ট মাসে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে শেষ দুটি টি টোয়েন্টি ম্যাচের পর আমেরিকা থেকে হেড কোচ রাহুল দ্রাবিড়, ব্যাটিং কোচ বিক্রম রাঠোর এবং বোলিং কোচ পারস হাম্ব্রে ভারতে ফিরে আসবেন।
আগামী ৩১ অগাস্ট থেকে এশিয়া কাপ শুরু হতে চলেছে। আর তার আগে ভারতীয় কোচিং বিভাগ যাতে সম্পূর্ণরূপে প্রস্তুত থাকে সেই কারণেই বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নেয় ভারতীয় ক্রিকেট ম্যানেজমেন্ট। প্রসঙ্গত এশিয়া কাপের পর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একদিনের সিরিজ খেলবে ভারত এরপর রয়েছে ২০২৩ ক্রিকেট বিশ্বকাপ।
আরও পড়ুন- “ভারতকে ফুটবল খেলার অনুমতি দিন”, প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ কোচ ইগর স্টিমাচের
খবর অনুযায়ী, ভারত-আয়ারল্যান্ড সিরিজের সময় জাতীয় ক্রিকেট অ্যাকাডেমি প্রধান ভি ভি এস লক্ষ্মণ ভারতীয় দলের দায়িত্ব সামলাবেন। এর আগে ২০২২ সালের জুন মাসে আয়ারল্যান্ডের বিরুদ্ধে টি টোয়েন্টি ম্যাচের সময় কোচিং দায়িত্ব সামলেছিলেন লক্ষ্মণ।
আগামী ১৮,২০ এবং ২৩ অগাস্ট আয়ারল্যান্ডের বিরুদ্ধে তিনটি টি টোয়েন্টি ম্যাচ খেলবে ভারতীয় দল। এখনও পর্যন্ত আয়ারল্যান্ড সিরিজের জন্য ভারতীয় দল নির্বাচিত না হলেও শোনা যাচ্ছে যে হার্দিক পান্ডেয়া দলের অধিনায়ক হতে চলেছেন। চূড়ান্ত দল নির্বাচিত হবে নতুন নির্বাচন কমিটির প্রধান অজিত আগরকারের সাথে কোচ রাহুল দ্রাবিড় এবং রোহিত শর্মার আলোচনার পরেই।
অন্যদিকে, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট ম্যাচ খেলার জন্য সোমবার ত্রিনিদাদ পৌছাবে ভারতীয় দল।