শিশিরের গোলের বন্যায় জুনিয়র লিগে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে ফাইনালে ইস্টবেঙ্গল

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : এআইএফএফ অনুর্ধ্ব-১৫ জুনিয়র লিগে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে ফাইনালে যোগ্যতা অর্জন করল ইস্টবেঙ্গল এফসি।
গ্রুপ এ এর প্লেঅফ ম্যাচে মঙ্গলবার জামশেদপুরের জেআরডি টাটা স্টেডিয়ামে ভুনা এফসিকে ৯-১ গোলে হারায় ইস্টবেঙ্গল। হ্যাটট্রিক করে শিশির সরকার, জোড়া গোল করে দীপক মন্ডল ও অভ্র দে। বাকি গোলগুলি করে রমিত দাস ও সাগেন মূর্মু।
ইতিমধ্যেই গোলের ঝড় তুলে তাক লাগিয়েছে ইস্টবেঙ্গলের ফরোয়ার্ড শিশির সরকার। অনুর্ধ্ব-১৫ লিগে গ্রুপ পর্ব ও প্লেঅফ পর্ব মিলিয়ে ১৯টি গোল করেছে সে। তবে এমনটা প্রথম নয়, এর আগে ২০২৩-২৪ মরশুমে ইস্টবেঙ্গলের হয়ে অনুর্ধ্ব-১৩ লিগেও সর্বোচ্চ গোলদাতা ছিল শিশির, মোট ১৩টি গোল করেছিল সেবার।