ব্রাজিলের কোচ হয়ে বিপুল বেতন সহ এই দুর্দান্ত সুবিধাগুলি পাবেন কার্লো আনসেলোত্তি

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : ব্রাজিল ফুটবল দলের হেড কোচ হিসেবে নিযুক্ত হলেন কার্লো আনসেলোত্তি। কিংবদন্তি এই ইতালীয় কোচের সাথে ২০২৬ বিশ্বকাপ অবধি চুক্তি করেছে ব্রাজিল ফুটবল ফেডারেশন। তবে ব্রাজিলের গুরুদায়িত্ব আনসেলোত্তিকে দিতে বিপুল বেতন সহ একাধিক সুযোগ-সুবিধা দিচ্ছে ফেডারেশন।
১৪ মাসের জন্য দায়িত্ব নেওয়া আনসেলোত্তি মাসে পাবেন প্রায় ৭ লক্ষ ডলার (ভারতীয় মুদ্রায় প্রায় ৬ কোটি টাকা)। বছরে মোট ৮৮ লক্ষ ডলার (ভারতীয় মুদ্রায় প্রায় ৭৫ কোটি টাকা)। এছাড়া রয়েছে পারফর্মেন্স বোনাসও। যদি ব্রাজিল ২০২৬ বিশ্বকাপ জেতে, তাহলে বেতনের সাথে বোনাস হিসেবে প্রায় ৫৫ লক্ষ ডলার (ভারতীয় মুদ্রায় প্রায় ৪৭ কোটি টাকা)।
এদিকে মাদ্রিদ ছাড়ার পর আনসেলোত্তি আসবেন রিও ডি জেনেইরোতে, সেখানে একটি বিলাসবহুল অ্যাপার্টমেন্ট দেওয়া হবে তাকে, যার পুরো খরচ বহন করবে ব্রাজিল ফুটবল সংস্থা। যদিও তার পরিবার ও বন্ধুরা সবাই ইউরোপে নিজেদের শহরে থাকবেন। সেই কারণে সিবিএফ আনসেলোত্তিকে প্রাইভেট জেট দেবেন। সিবিএফের তরফ থেকে আন্তর্জাতিক স্বাস্থ্য বিমার সুবিধাও পাবেন তিনি।
লা লিগায় মায়োর্কার বিরুদ্ধে ম্যাচ খেলার আগে ব্রাজিল ফুটবল সংস্থার সাথে বিস্তারিত আলোচনা করবেন আনসেলোত্তি। এরপর আনুষ্ঠানিকভাবে ২৬ মে ব্রাজিল দলের দায়িত্ব বুঝে নিতে রিওতে যাবেন কার্লো। দায়িত্ব নেওয়ার পর বিশ্বকাপ বাছাই পর্বে পেরু ও ইকুয়েডর ম্যাচের জন্য দল ঘোষণা করবেন তিনি।