ইংল্যান্ড সফরের প্রস্তুতি নিচ্ছিলেন, বিরাটের অবসর নিয়ে বিস্ফোরক রঞ্জি কোচ

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : ইংল্যান্ড সফর যখন সামনে, তখন হঠাৎই টেস্ট ক্রিকেট থেকে অবসর নিলেন বিরাট কোহলি। কয়েক দিন আগে বিসিসিআইকে নিজের অবসরের অনুরোধ জানিয়েছিলেন কোহলি, যার জবাবে বোর্ড কর্তারা তাকে থেকে যাওয়ার অনুরোধ করেছিলেন। কিন্তু তার কয়েক দিন পরেই এমন অবসর ঘোষণায় অবাক সকলে।
এই পরিস্থিতিতে সামনে আছে একটি বড় তথ্য। ইংল্যান্ডের বিরুদ্ধে ৫ ম্যাচের টেস্ট সিরিজ খেলার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন বিরাট। এমনই চাঞ্চল্যকর দাবি করেছেন দিল্লি রঞ্জি দলের কোচ শরণদীপ সিং। গত রঞ্জি ট্রফিতে শরণদীপের অধীনে দিল্লির হয়ে খেলেছিলেন বিরাট।
এক সাক্ষাৎকারে শরণদীপ বলেছেন, "আমি ভাবিনি যে কোহলি টেস্ট থেকে অবসর নেবেন। উনি রঞ্জিতে লাল বলের ক্রিকেট খেলতে এসেছিলেন। অর্থাৎ অবসরের ভাবনা ছিল না তাঁর। এমনকি, তিনি ইংল্যান্ড সিরিজের টেস্ট ম্যাচ নিয়েও কথা বলেছেন। এর মানে হল, তাঁর ওখানে খেলার কথা ছিল।"
এরপর শরণদীপ বলেছেন, "এবার বিরাটের ভাল প্রস্তুতি ছিল। উনি বলেছিলেন, যতগুলো সম্ভব সেঞ্চুরি করতে চান, যেটা তিনি ২০১৮ ইংল্যান্ড সফরে করেছিলেন। ওখানে ওনার প্রচুর রান রয়েছে।"