অনুশীলন শুরু করল কলকাতা নাইট রাইডার্স, কবে যোগ দেবেন বিদেশিরা?

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : ইতিমধ্যেই আইপিএল ২০২৫ এর দ্বিতীয় দফার সূচি প্রকাশিত হয়েছে। আগামী ১৭ মে বেঙ্গালুরুতে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে খেলতে নামবে কলকাতা নাইট রাইডার্স। সেই ম্যাচের জন্য মঙ্গলবার থেকে বেঙ্গালুরুতে প্রস্তুতি শুরু করে দিয়েছেন নাইট ব্রিগেডের ভারতীয় খেলোয়াড়েরা।
তবে এখনও অবধি উপস্থিত হননি দলের বিদেশি সদস্যরা। জানা গিয়েছে, ওয়েস্ট ইন্ডিজের চার সদস্য ডোয়েন ব্রাভো, সুনীল নারাইন, আন্দ্রে রাসেল ও রোভমান পাওয়েল রয়েছেন দুবাইয়ে। সেখান থেকে তারা কলকাতায় আসবেন। এদিকে আফগানিস্তানের রহমনুল্লাহ গুরবাজ রয়েছেন কাবুলে। তিনি সরাসরি দুবাইয়ে এসে ক্যারিবিয়ান খেলোয়াড়দের সাথে নাইট শিবিরে যোগ দেবেন।
এদিকে দক্ষিণ আফ্রিকার পেসার আনরিখ নর্খিয়া রয়েছে মালদ্বীপে। তিনি সেখান থেকে সরাসরি বেঙ্গালুরুতে আসবেন। তবে আর এক প্রোটিয়া তারকা কুইন্টন ডি কক কবে আসবেন, সে নিয়ে এখনও কোনও আপডেট আসেনি। যদিও সব থেকে কঠিন হচ্ছে অস্ট্রেলিয়ার পেসার স্পেনসার জনসন ও ইংল্যান্ডের অলরাউন্ডার মইন আলির। দুজনে নিজেদের দেশে রয়েছেন, এবং সেখান থেকে ভারতে আসাটা কঠিন হয়ে দাঁড়িয়েছে।
১৭ মে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে খেলার পর আগামী ২৫ মে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ম্যাচ খেলবে কলকাতা। এই দুটি ম্যাচে অবশ্যই জিততে হবে নাইটদের, যদি প্লে অফসে ওঠার ন্যুনতম সুযোগ বজায় রাখতে হয়।