আফগানিস্তানে দাবা খেলা নিষিদ্ধ করল তালিবান সরকার, কারণটি জানুন

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : দাবা খেলা গোটা বিশ্বে অত্যন্ত জনপ্রিয়। ভারত থেকে কত দাবাড়ু আজ বিশ্ব শাসন করছেন। তবে এশিয়ার আর এক দেশ আফগানিস্তানে এই জনপ্রিয় খেলাকে নিষিদ্ধ করল সেই দেশের তালিবান সরকার।
তালিবান শাসিত সরকারের ক্রীড়া দপ্তরের দাবি, দাবা খেলা হারাম, এই খেলাটি শরিয়তি আইনের বিরুদ্ধে। কিন্তু কেন? ক্রীড়ামন্ত্রকের দাবি, দাবা খেলায় জুয়াতে আসক্ত হতে পারে, আর এই জুয়া হল শরিয়তি আইনে নিষিদ্ধ। সেই কারণে আফগানিস্তানে দাবা নিষিদ্ধ।
ইতিমধ্যেই আফগানিস্তানের দাবা ফেডারেশনকে নিষিদ্ধ করা হয়েছে। এই নিয়ে আফগানিস্তানের ক্রীড়া বিভাগের মুখপাত্র অটল মাশওয়ানি বলেছেন, "বিষয়টি একেবারে ধর্মীয়, তাই এর সমাধান না হওয়া অবধি দেশে বন্ধ থাকবে দাবা।"
তবে সরকারি ঘোষণা কয়েক দিন আগে হলেও, গত দুই বছর ধরে আফগানিস্তানে কোনও দাবা প্রতিযোগিতার আয়োজন হয়নি। তবে শুধু দাবা নয়, তালিবান সরকারের এই দেশে নিষিদ্ধ এমএমএ ও মহিলাদের ক্রিকেট।