'ঈশ্বরের নাম জপ করো', অবসর নেওয়া বিরাটকে পথ দেখালেন প্রেমানন্দ মহারাজ

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : টেস্ট ক্রিকেট থেকে অবসর নেওয়ার পরের দিনই বৃন্দাবনে স্বামী প্রেমানন্দজি মহারাজের আশ্রমে গিয়েছিলেন বিরাট কোহলি, সঙ্গে ছিলেন অনুষ্কা শর্মা। সেখানে স্বামীজির সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলেন বিরাট ও অনুষ্কা।
বিরাট-অনুষ্কার সাথে স্বামীজির কথোপকথনের ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সেখানে প্রেমানন্দ মহারাজ বিরাটকে জিজ্ঞেস করেন, "তুমি কি খুশি?"। জবাব বিরাট বলেন, "হ্যাঁ, এখন ঠিক আছে।" এরপর মহারাজ বলেন, "তোমাকে ভালো থাকতেই হবে।"
বিরাটের উদ্দেশ্যে প্রেমানন্দ মহারাজ আরও বলেন, "বৈভব পাওয়াটা ঈশ্বরের কৃপা না, এটা পুণ্য। বৈভব কোনও পাপীও পেতে পারে। অন্তরের চিন্তা বদল হচ্ছে কৃপা। সাংসারিক হয়ে থাকো।"
"সব কিছু আমাদের অনুকূলে থাকলে আমরা আনন্দিত হয়ে সেটা উপভোগ করি। কিন্তু জীবনে প্রতিকূলতা এলে তখন মনে হয় সব মিথ্যে, তখন ভগবান পথ দেখান। বিনা প্রতিকূলতায় জীবন এগোয় না। প্রতিকূলতা মানেই ঈশ্বরের কৃপা রয়েছে। এটার জন্য নিজের মধ্যে পরিবর্তন আনো। অন্তরের চিন্তাকে বদলে ফেলো। ভগবানের নাম জপ করো।"