টেস্ট থেকে অবসরের পর সস্ত্রীক অনুষ্কাকে নিয়ে বৃন্দাবন গেলেন বিরাট কোহলি

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : সোমবার টেস্ট ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেন বিরাট কোহলি। সেই দিন স্ত্রী অনুষ্কা শর্মাকে নিয়ে মুম্বাই বিমানবন্দরে বিরাটকে দেখা গিয়েছিল। এবার তাদের গন্তব্যস্থল জানা গেল। মঙ্গলবার বৃন্দাবনে তাঁদের দেখা গেল। তাঁরা প্রেমানন্দ গোবিন্দ শরণ মহারাজের আশ্রমে গিয়েছেন।
বিয়ের পর স্ত্রী অনুষ্কাকে নিয়ে একাধিক সময়ে দেশের বিভিন্ন ধর্মস্থানে দেখা গিয়েছে কোহলিকে। বৃন্দাবনে প্রেমানন্দ মহারাজের কাছেও একাধিকবার গিয়েছেন বিরুষ্কা। একটি সাদা গাড়ি করে মঙ্গলবার সাদা জামা পরে মহারাজের আশ্রমে যান বিরাট। দুজনের মুখে ছিল মাস্ক।