১১ বার পি সেন ট্রফি ইস্টবেঙ্গলের। ফাইনালে পরাজিত মহামেডান!

এক্সট্রা টাইম বাংলা ওয়েব ডেস্ক: পি. সেন মেমোরিয়াল আমন্ত্রণমূলক টুর্নামেন্ট ২০২৪-২৫-এর চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল ক্লাব। ফাইনালে তারা মহামেডান স্পোর্টিং ক্লাবকে ১৭৭ রানের বিশাল ব্যবধানে পরাজিত করে। সল্টলেকের যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সেকেন্ড ক্যাম্পাসে অনুষ্ঠিত এই ম্যাচে ইস্টবেঙ্গল তাদের ব্যাটিং ও বোলিং দুই বিভাগেই দাপট দেখায়।
টস জিতে প্রথমে ব্যাট করতে নামে ইস্টবেঙ্গল ক্লাব। ওপেনার সন্দীপন দাসের অসাধারণ সেঞ্চুরির (১০১ বলে ১১৭ রান) উপর ভর করে তারা নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেটে ৩৩৯ রান তোলে। এছাড়া অগ্নিভ পান ৭৬ রানে অপরাজিত থাকেন, আর আমিতোজ সিং ৬৫ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন। মহামেডানের হয়ে নীলকান্ত দাস ও তৌফিক ২টি করে উইকেট শিকার করেন।
বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে মহামেডান স্পোর্টিং ক্লাব। ইস্টবেঙ্গলের বোলারদের দুর্দান্ত পারফরম্যান্সের সামনে তারা ২৯.৩ ওভারে মাত্র ১৬২ রানে অলআউট হয়ে যায়। ললিত যাদব সর্বোচ্চ ৪৭ রান করেন। ইস্টবেঙ্গলের হয়ে অয়ন ভট্টাচার্য ৪ উইকেট নেন, আর সুমিত কুমার ও সুরজ সিন্ধু জয়সওয়াল ২টি করে উইকেট শিকার করেন।
এই জয়ের মাধ্যমে ইস্টবেঙ্গল ক্লাব তাদের ১১তম পি. সেন মেমোরিয়াল ট্রফি জিতল। সন্দীপন দাস তার দুর্দান্ত ব্যাটিং পারফরম্যান্সের জন্য প্লেয়ার অফ দ্য ম্যাচ নির্বাচিত হন। ইস্টবেঙ্গলের এই জয় তাদের শক্তিশালী দলীয় পারফরম্যান্সেরই প্রমাণ।
পি. সেন মেমোরিয়াল আমন্ত্রণমূলক ট্রফিতে ইস্টবেঙ্গল
চ্যাম্পিয়ন (১১ বার):
১৯৭৬-৭৭, ১৯৭৮-৭৯, ১৯৯৩-৯৪, ১৯৯৭-৯৮, ১৯৯৯-২০০০, ২০০১-০২, ২০০৩-০৪, ২০১১-১২, ২০১৩-১৪, ২০১৬-১৭, ২০২৪-২৫