পিছিয়ে যেতে চলেছে কলকাতা নাইট রাইডার্সের এই হোম ম্যাচ

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : আগামী ৬ এপ্রিল লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে ইডেন গার্ডেন্সে খেলতে নামবে কলকাতা নাইট রাইডার্স। কিন্তু এই ম্যাচ আয়োজনকে গিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। কারণ সেই দিন বিজেপির তরফ থেকে গোটা রাজ্যজুড়ে রামনবমী উপলক্ষ্যে ২০ হাজারের বেশি মিছিল বেরোনোর কথা। এর ফলে ম্যাচ আয়োজনের জন্য পর্যাপ্ত নিরাপত্তা পাওয়া যাবে কিনা, সে নিয়ে সংশয় রয়েছে।
এই নিয়ে মঙ্গলবার পুলিশের সাথে দুই দফা আলোচনায় বসেছেন ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের সভাপতি স্নেহাশিস গাঙ্গুলি। সেই আলোচনার পর স্নেহাশিস জানান, পুলিশের তরফ থেকে এই ম্যাচ সেই দিনে নিরাপত্তা দিতে পারবে না। এই নিয়ে স্নেহাশিস গাঙ্গুলি বলেছেন, "পুলিশ স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে তারা পর্যাপ্ত নিরাপত্তা দিতে পারবে না। যদি পুলিশি নিরাপত্তা না থাকে, তবে এই ৬৫ হাজার সমর্থকদের সামলানো অসম্ভব।"
এরপর স্নেহাশিস বলেছেন, "আমরা বিসিসিআইকে এই বিষয়টি জানিয়েছি, এখনও আমাদের কাছে সময় রয়েছে চুড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার। গত বছরেও সূচিতে থাকা একটি আইপিএল ম্যাচ রামনবমীর জন্য অন্য তারিখে করা হয়েছিল।" বলা বাহুল্য, গত মরশুমে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ম্যাচ রামনবমীর জন্য পিছিয়ে দেওয়া হয়েছিল।