প্রাণ হারানোর ভয়ে বাংলাদেশ ছেড়েছি! বড়সড় দাবি প্রাক্তন কোচের

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : বাংলাদেশের ক্রিকেট নিয়ে বিস্ফোরক মন্তব্য করে বসলেন জাতীয় ক্রিকেট দলের প্রাক্তন কোচ চান্ডিকা হাথুরাসিংহে। তিনি জানিয়েছেন, প্রাণ হারানোর ভয়ে সে দেশ ছেড়েছেন। গত অক্টোবরে হেড কোচের পদ থেকে বরখাস্ত হয়েছিলেন হাথুরুসিংহে, সেই অভিজ্ঞতা নিয়েই বলেছেন শ্রীলঙ্কার এই প্রশিক্ষক।
এক সাক্ষাৎকারে বাংলাদেশের প্রাক্তন কোচ বলেছেন, "সে দেশের ক্রিকেট বোর্ডের সিইও আমাকে বলেছিলেন, আমার চলে যাওয়া উচিত। এটা আমার কাছে সতর্কবার্তাই ছিল। ওনার কথা শুনে আমি ভয় পেয়ে গিয়েছিলাম।"
এদিকে হাথুরুর জন্য সর্বদা একজন নিরাপত্তারক্ষী রাখা হত। যদিও তিনি তার বরখাস্ত হওয়ার খবর পেয়েছিলেন ব্যাঙ্কে অর্থ তুলতে যাওয়ার সময়ে। সেই সময়ে ব্যাঙ্কের ম্যানেজারও তাকে সতর্ক করে দিয়েছিলেন। এই নিয়ে হাথুরুসিংহে বলেছেন, "লোক আপনাকে রাস্তায় দেখলে সেটা ভালো হবে না আপনার জন্য। বুঝতে পেরেছিলাম, দেশ ছাড়তে হবে। কিন্তু সে চেষ্টা করার জন্য আমাকে বিমানবন্দর থেকে গ্রেফতার করতে পারত।"
যদিও, হাথুরুসিংহেকে বরখাস্ত করার পিছনে বাংলাদেশ ক্রিকেট বোর্ড অভিযোগ এনেছিল, ২০২৩ সালে ভারতে হওয়া ওয়ানডে বিশ্বকাপের সময়ে বাঁ হাতি স্পিনার নাসুম আহমেদের গায়ে হাত তুলেছিলেন শ্রীলঙ্কার প্রাক্তন ক্রিকেটার।