হেয়ার ড্রায়ার দেওয়া পাকিস্তান সুপার লিগে সোনায় মোড়া জমকালো উপহার পেলেন শাহিন আফ্রিদি

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : একদিকে ভারতে যেমন জমজমাট উপায়ে চলছে আইপিএল, প্রতিবেশী দেশ পাকিস্তানে অনুষ্ঠিত হচ্ছে পাকিস্তান সুপার লিগ। অর্থের তুলনা করলে, আইপিএলের ধারেকাছেও আসে না পিএসএল। এমনকি, ম্যাচের সেরা হওয়া খেলোয়াড়দের ট্রিমার বা হেয়ার ড্রায়ার দিয়ে সমালোচনার মুখে পড়তে হয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড সহ ফ্র্যাঞ্চাইজিদের।
এমন পরিস্থিতিতে পাকিস্তান সুপার লিগের এই ফ্র্যাঞ্চাইজি তাদের সেরা খেলোয়াড়কে এমন এক উপহার দিল, যা চমকে দেওয়ার মত। লাহোর কালান্দার্স তাদের প্রতিটা খেলোয়াড় ও সাপোর্ট স্টাফদের বিশেষ উপহার দিয়েছে, তবে সব থেকে দামি উপহার পেয়েছেন অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি। তাকে ২৪ ক্যারেট সোনা দিয়ে মোড়ানো আইফোন ১৬ প্রো উপহার দেওয়া হয়েছে।
আর এই মুহুর্তটির ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ভিডিওটিতে দেখা যায়, শাহিন নিজের উপহার খুলতে সেটি দেখে সতীর্থরা অবাক হয়ে যান। এমনকি, সতীর্থ তথা পেসার হ্যারিস রউফ মজার সুরে বলেন, শুধু অধিনায়ককে আইফোন দেওয়াটা অন্যায়। এদিকে লাহোর কালান্দার্সের তরফ থেকে জানানো হয়েছে, শাহিনের জন্য ফোনটি বিশেষভাবে ডিজাইন করা হয়েছে।
As sweet as it gets ????????
— Lahore Qalandars (@lahoreqalandars) April 20, 2025
Joy multiplies when shared! Celebrating Easter today at Multan Stadium, with baskets full of goodies. pic.twitter.com/BxFhy92X4U
বলা বাহুল্য, এই মুহুর্তে শাহিনের নেতৃত্বে লাহোর পিএসএলের দ্বিতীয় স্থানে রয়েছে। তিনটি ম্যাচের মধ্যে দুটিতে জিতেছে তারা। চারটিতে চারটে জিতে শীর্ষে রয়েছে ইসলামাবাদ ইউনাইটেড।