আউট হয়ে চোখে জল বিষ্ময় বালক বৈভবের, মুগ্ধ গুগলের সিইও! লিখলেন এই বার্তা

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : গত শনিবার লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে আইপিএল অভিষেক করে ইতিহাস গড়ে দিয়েছিলেন রাজস্থান রয়্যালসের ১৪ বছর ২৩ দিন বয়সী বাঁ হাতি ব্যাটার বৈভব সূর্যবংশী। প্রথম ম্যাচে যেভাবে অবলীলায় চার-ছয় মেরেছেন, তাতে মুগ্ধ ক্রিকেটপ্রেমীরা। সেই মুগ্ধতায় মাতলেন এবার গুগলের সিইও সুন্দর পিচাই।
নিজের সোশ্যাল মিডিয়ায় বৈভবের ব্যাটিংয়ের ভিডিও শেয়ার করে সুন্দর লিখেছেন, "অষ্টম শ্রেণীর এক ছেলেকে আইপিএলে খেলতে দেখব বলে ঘুম থেকে উঠেছি। দুর্দান্ত অভিষেক করেছেন তিনি।" আর এই পোস্ট ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
Woke up to watch an 8th grader play in the IPL!!!! What a debut! https://t.co/KMR7TfnVmL
— Sundar Pichai (@sundarpichai) April 19, 2025
নিজের প্রথম বলেই ছক্কা হাঁকিয়ে বৈভব বুঝিয়ে দেন, এই মঞ্চে খেলার জন্য তিনি তৈরি। কিন্তু ২টি চার ও ৩টি ছক্কা মারার পর এইডেন মার্করামের বলে ঋষভ পন্থের হাতে স্টাম্পড আউট হন বৈভব, ২০ বলে ৩৪ রান করেন তিনি। আউট হওয়ার পর কাঁদতে কাঁদতে ড্রেসিংরুমে ফিরেছিলেন তিনি।