৮ ম্যাচে ২টিতে জয়, তবুও প্লে-অফসে ওঠার সুযোগ আছে চেন্নাইয়ের! রয়েছে এই সমীকরণ

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : এবারের আইপিএলে অত্যন্ত হতশ্রী পারফর্মেন্স করছে ৫ বারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস। রবিবার মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ৯ উইকেটে পর্যদুস্ত হয়ে লিগ টেবিলের একেবারে নীচে রয়েছে চেন্নাই। ৮ ম্যাচে মাত্র ৪ পয়েন্ট, নেট রান রেট -১.৩৯২, এমন অবস্থায় প্লে-অফসে যাওয়া সম্ভব ধোনিদের?
প্রথম চারে শেষ করা খুব কঠিন হলেও অঙ্কের বিচারে এখনও সম্ভব চেন্নাইয়ের জন্য। নিজেদের ছয়টি ম্যাচের প্রতিটাতে জিততে হবে সুপার কিংসকে, আর তার সাথে বড় ব্যবধানে জিততে হবে যাতে নেট রান রেটকে ঠিক জায়গায় আনা যায়। সবকটি ম্যাচ জিতলে চেন্নাইয়ের পয়েন্ট যাবে ১৬ পয়েন্টে, যা প্লে-অফসে ওঠার জন্য যথেষ্ট বলাই যায়।
এদিকে ৬টি ম্যাচের মধ্যে ৫টিতে জিতলেও উঠতে পারে চেন্নাই, সেক্ষেত্রে উপরের দিকে দলগুলিকে পয়েন্ট হারাতে হবে। গতবারের আইপিএলে কিন্তু ১৪ পয়েন্ট নিয়ে প্লে-অফসে উঠেছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ফলে চেন্নাইয়ের পক্ষে যাওয়া অসম্ভব নয়।