দিশাহীন ব্যাটিংয়ে ডুবল নাইটরা, গুজরাটের বিরুদ্ধে ঘরে পরাজয় কলকাতার

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : আবারও ঘরের মাঠে হার কলকাতা নাইট রাইডার্স, আর আবারও সেই পরিকল্পনাহীন, দিশাহীন ব্যাটিংয়ের সৌজন্যে। সোমবার ইডেন গার্ডেন্সে গুজরাট টাইটান্সের বিরুদ্ধে ৩৯ রানে হারল কলকাতা নাইট রাইডার্স। এদিনের ম্যাচে রহমানুল্লাহ গুরবাজ ও মইন আলিকে খেলিয়ে জেতার রাস্তায় ফেরার চেষ্টা করেছিল কলকাতা, তবে তা ব্যর্থ হল।
প্রথমে ব্যাট করে নেমে শুভমন গিল (৯০) ও সাই সুদর্শন (৫২) এর দুরন্ত শতরানের ওপেনিং জুটিতে বড় রানের লক্ষ্যে এগিয়েছিল গুজরাট। এক সময় মনে হচ্ছিল, ২৩০-২৪০ এর কাছাকাছি যেতে পারে তারা। তবে কলকাতার তিন স্পিনার সুনীল নারাইন, বরুণ চক্রবর্তী ও মইন আলি উপযোগী বোলিং করে গুজরাটকে ১৯৮ রানে আটকেছে। শেষের দিকে জস বাটলার (অপরাজিত ৪১) লড়াই করেছেন।
জবাবে শুরুতেই গুরবাজকে আউট করে নাইটদের বড় ধাক্কা দেন মহম্মদ সিরাজ। এরপর নারাইন (১৭) ঝড়ের পূর্বাভাস দিলেও তা ক্ষণস্থায়ী হয়। কিন্তু অবাক করার বিষয়, ফর্মে থাকা অঙ্গক্রিশ রঘুবংশীকে নামানো হয় ৯ নম্বরে। তার আগে নেমে চরম ব্যর্থ ভেঙ্কটেশ আইয়ার (১৪), রিঙ্কু সিং (১৭), আন্দ্রে রাসেল (২১) ও রমনদীপ সিং। একাই লড়ে যাচ্ছিলেন অধিনায়ক অজিঙ্ক রাহানে (৫০)। যদিও ম্যাচ যখন হাতের বাইরে, তখন ১৩ বলে অপরাজিত ২৭ রানের ক্যামিও খেলেন রঘুবংশী।
এই হারের ফলে সপ্তম স্থানেই থাকল কলকাতা, কিন্তু প্লে-অফসে যাওয়ার আশা আরও ক্ষীণ হয়ে উঠল। আর এখানে আবারও প্রশ্ন উঠবে একাধিক বিষয়ে। কেন রঘুবংশীকে ৪ এ খেলানো হল না? দলের বোঝা হয়ে উঠছেন রাসেল? অজিঙ্ক রাহানে ও চন্দ্রকান্ত পন্ডিত কি আবারও দুষবেন পিচ কিউরেটর সুজন মুখার্জিকে?