ইংল্যান্ড সফরেও কি অধিনায়ক থাকছেন রোহিত? আইপিএলের মাঝেই গুরুত্বপূর্ণ বৈঠক

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক: আইপিএলের মাঝেই ভারতীয় দলের হেড কোচ গৌতম গম্ভীর এবং নির্বাচক প্রধান অজিত আগারকরের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে বসছেন বিসিসিআই কর্তারা। শনিবার বৈঠকে বেশকিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হতে পারে।
সংবাদ সংস্থা পিটিআইয়ের একটি রিপোর্ট অনুযায়ী, "রোহিত শর্মাই ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে নেতৃত্ব দিতে পারেন, এর আগের সিরিজগুলিতে রোহিতের অধিনায়কত্বে কিছু ভুল পেয়েছিলেন নির্বাচকেরা। কিন্তু রোহিত জিতিয়েছেন চ্যাম্পিয়ন্স ট্রফি। তাই এখনই রোহিতকে অধিনায়কত্ব থেকে ছাঁটাই করলে সমালোচনা হতে পারে। সেই কারণে, ইংল্যান্ডেও রোহিতকে অধিনায়ক হিসাবে রেখে দিতে চলেছে বিসিসিআই।"
নাম প্রকাশে অনিচ্ছুক বিসিসিআইয়ের এক কর্তা পিটিআইকে বলেছেন, "নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সাধারণ অধিনায়কত্বের পরেও ইংল্যান্ড সিরিজেও রোহিতই নেতৃত্ব দেবে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ও ভাল করেছে। ফলে রোহিতকে আরও একবার সুযোগ দেওয়া হবে।"