হায়দরাবাদকে দুরমুশ করে অধিনায়ক পন্থের সাথে এমন আচরণ করলেন সঞ্জীব গোয়েঙ্কা

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : গত মরশুমে এই হায়দরাবাদের বিরুদ্ধে ১০ উইকেটে লজ্জার হার হজম করেছিল লখনউ সুপার জায়ান্টস। তার বদলা এল বৃহস্পতিবার, যখন হায়দরাবাদকে তাদেরই ঘরে ১৭তম ওভারে দুরমুশ করে মরশুমের প্রথম জয় তুলে আনলেন ঋষভ পন্থরা। আর সেই জয়ের পর আবেগে ভাসলেন লখনউ কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কা।
ম্যাচ শেষে অধিনায়ক ঋষভ পন্থকে জড়িয়ে ধরেন সঞ্জীব গোয়েঙ্কা, যার ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। শুধু মোহনবাগান নয়, লখনউকে ঘিরেও তার আবেগ রয়েছে, তা বুঝিয়ে দিলেন গোয়েঙ্কা।
Sanjiv Goenka gives a tight hug to Rishabh Pant. pic.twitter.com/yHcnCCmxXP
— Mufaddal Vohra (@mufaddal_vohra) March 27, 2025
গত ম্যাচে দিল্লি ক্যাপিটালসের কাছে ১ উইকেটে হারের পর পন্থের সাথে মাঠে কথা বলছিলেন গোয়েঙ্কা, যা গত বছরে কেএল রাহুলের সাথে তার বাদানুবাদের স্মৃতি উসকে দিয়েছিল। তবে এই দুর্দান্ত জয়ে নিজের অপর রূপ দেখিয়ে দিলেন সুপার জায়ান্টস কর্ণধার।
প্রথমে ব্যাট করে সানরাইজার্সকে ১৯০/৯ এ আটকে দিয়েছিল লখনউয়ের বোলাররা। জবাবে নিকোলাস পুরানের ঝোড়ো ৭০ রানের ইনিংসে অনায়াসে জয় হাসিল করে নেয় লখনউ।