নিলামে ডাক না পেয়ে দেশ ছাড়ার কথা ভেবেছিলেন, আজ সেই শার্দুল আইপিএলে রাজ করছেন

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : মেগা নিলামে কোনও দল তাকে নিতে চায়নি, সেখান থেকে আইপিএল ২০২৫ এ এখনও অবধি সর্বোচ্চ উইকেট সংগ্রাহক, শার্দুল ঠাকুরের এই কামব্যাক সত্যিই দেখার মত। মোহসিন খানের পরিবর্তে লখনউ সুপার জায়ান্টস দলে এসে নিজের জাত চিনিয়েছেন শার্দুল।
প্রথম ম্যাচে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ২ উইকেট নেওয়ার পর বৃহস্পতিবার সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ৪ উইকেট নিয়ে ম্যাচের সেরা হয়েছেন। যদিও নিলামে অবিক্রিত হওয়ার পর দেশ ছাড়ার কথা ভেবেছিলেন শার্দুল, কিন্তু এই মানুষটির কথা শুনে থেকে গিয়েছিলেন, আর পেয়েছেন ফলাফল।
ম্যাচ সেরার পুরষ্কার পেয়ে শার্দুল বলেছেন, "সত্যি বলতে গেলে, এবারের আইপিএলে খেলতে পারব ভাবিনি। সেই কারণে ভিন্ন পরিকল্পনা করে রেখেছিলাম। ইংল্যান্ডে কাউন্টি ক্রিকেট খেলতে যাওয়ার পরিকল্পনাও ছিল। কিন্তু রঞ্জি ট্রফি চলার সময় জাহির খান (লখনউ সুপার জায়ান্টসের মেন্টর) একদিন আমাকে ডেকে পাঠালেন এবং বললেন, 'সম্ভাব্য বদলি হিসেবে তোমাকে দলে নেওয়া হতে পারে। তাই খেলা থেকে মনোযোগ সরিয়ে নিও না। যদি তোমাকে নেওয়া হয়, তাহলে শুরু থেকেই খেলানো হবে।'"
অভিষেক শর্মা ও ইশান কিশানের মত বিপজ্জনক ব্যাটারদের উইকেট শুরুতেই নিয়ে হায়দরাবাদের ভিত নাড়িয়ে দিয়েছিলেন শার্দুল। শেষ বেলায় এসে আরও ২টি উইকেট নিয়ে হায়দরাবাদকে ২০০ পার করতে দেননি শার্দুল। আর তাই নিকোলাস পুরানের ২৬ বলে বিধ্বংসী ৭০ রানের ইনিংস সত্ত্বেও ম্যাচ সেরার পুরষ্কার পেলেন নিলামে অবিক্রিত শার্দুল।