আইপিএল আয়োজন করতে আগ্রহ দেখাল এই দেশ, ভারতীয় বোর্ডকে দিল প্রস্তাব

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : পাকিস্তানের সাথে সীমান্তে সংঘর্ষের জেরে আইপিএল ২০২৫ আপাতত এক সপ্তাহ স্থগিত করা হয়েছে। বিসিসিআই এখনও অবধি অন্য কোনও দেশে আইপিএলের বাকি ম্যাচগুলি খেলানোর বিষয়ে চিন্তাভাবনা করেনি, তবে এই দেশের ক্রিকেট সংস্থা ভারতীয় ক্রিকেট বোর্ডকে প্রস্তাব দিয়েছে আইপিএল আয়োজনের জন্য।
ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের তরফ থেকে প্রস্তাব দেওয়া হয়েছে, যদি বিসিসিআই চায় তাহলে আইপিএল ২০২৫ এর বাকি ম্যাচগুলো নিজেদের দেশে আয়োজন করতে তৈরি তারা। বলা বাহুল্য, আগামী ২০ জুনের আগে ইংল্যান্ড সফরে আসবে ভারতীয় দল, ফলে একেবারে আইপিএলের বাকি ম্যাচগুলি ইংল্যান্ডে আয়োজন করিয়ে তারপর ভারতীয় ক্রিকেটাররা ইংল্যান্ডের বিরুদ্ধে ৫ ম্যাচের টেস্ট সিরিজ খেলবে, এমনই প্রস্তাব দিয়েছে ইসিবি।
এখনও আইপিএল ২০২৫ এর লিগ পর্বের ১৩টি ম্যাচ ও প্লেঅফ পর্বের ৪টি ম্যাচ বাকি রয়েছে। তবে বিসিসিআইয়ের তরফ থেকে এখনও ভিনদেশে আইপিএল নিয়ে যাওয়ার ভাবনা আসেনি।