এক ওভারে চার ছক্কা হজম আফ্রিদির! হেরেই চলেছে পাকিস্তান

এক্সট্রা টাইম ওয়েব ডেস্কঃ পরাজয় আর পাকিস্তান যেন সমার্থক শব্দ হয়ে উঠেছে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে হতশ্রী পারফর্মেন্সের পর নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম দুটি টিটোয়েন্টি ম্যাচেও পরাজিত পাকিস্তান। শুধু তাই নয়! পাকিস্তানের তারকা বোলার শাহিন শাহ আফ্রিদি এক ওভারে চার ছক্কা হজম করে লজ্জার রেকর্ড গড়লেন।
৫ ম্যাচের টি টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে চূড়ান্ত ব্যার্থ হয়েছিলেন পাক ব্যাটাররা। মাত্র ৯১ রানে অলআউট হয়ে যায় পাকিস্তান দল। দ্বিতীয় ইনিংসে যদিও পাক ব্যাটাররা রানের সংখ্যা বাড়ালেও পরাজয় এড়িয়ে যেতে পারেনি।
বৃষ্টির কারণে ১৫ ওভারের ম্যাচ হয় এদিন। টসে জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় নিউজিল্যান্ড। ১৫ ওভারে ১৩৫ রান করে পাকিস্তান।
নিউজিল্যান্ড ব্যাট করতে নেমে প্রথমেই ঝড় তোলেন দুই কিউয়ি ব্যাটার টিম সেইফার্ট ও ফিন অ্যালেন। ওপেনিং জুটিতে ৬৬ রানের পার্টনারশিপ করে। ৫ উইকেটে ম্যাচটি জেতে নিউজিল্যান্ড। তবে এই ম্যাচে এক ওভারে ৪টি ছক্কা হজম করে লজ্জার সম্মুখীন হন শাহিন। পাকিস্তানের ফাহিন আসরাজ এবং মহম্মদ সামির পর আফ্রিদি তৃতীয় পাক ক্রিকেটার যিনি এক ওভারে ৪টি ছক্কা হজম করেন।