এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : গত মরশুমে এসসি ইস্টবেঙ্গলের হতাশাজনক মরশুমের অন্যতম উল্লেখযোগ্য সদস্য ছিলেন অরিন্দম ভট্টাচার্য। মাঠের বাইরে একাধিক বিতর্ক, ও মাঠে খারাপ পারফর্মেন্স - সব মিলিয়ে আইএসএলের গোল্ডেন গ্লাভস জয়ী এই গোলকিপার নতুন ঠিকানা বেছে নেবেন, এমনটাই জল্পনা ছিল।
এবার সেই জল্পনার অবসান ঘটতে চলেছে। নর্থইস্ট ইউনাইটেডে সই করতে চলেছেন এই অভিজ্ঞ বাঙালি গোলকিপার। সরকারি ঘোষণা স্রেফ সময়ের অপেক্ষা। ইস্টবেঙ্গল ছাড়বেনই অরিন্দম, এ বিষয়টি নিশ্চিত ছিল। এবার আইএসএলের আর একটি ক্লাব নর্থইস্টে সই করলেন অরিন্দম।
গত মরশুমে এটিকে মোহনবাগান থেকে সাড়া জাগিয়ে এসসি ইস্টবেঙ্গলে যোগ দিয়েছিলেন অরিন্দম। হয়েছিলেন অধিনায়কও। কিন্তু গোলের নীচে অরিন্দম নিজের ক্ষমতা প্রদর্শন করতে সক্ষম হননি। এবার দেখার, নর্থইস্টে নিজের পুরোনো ফর্ম ফিরে পান কিনা।