কলকাতা নাইট রাইডার্সে কোন ভূমিকায় অভিষেক নায়ার? তৈরি হয়েছে বিতর্ক

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : শনিবার কলকাতা নাইট রাইডার্স ম্যানেজমেন্ট চলতি আইপিএলে নিজেদের দলে অভিষেক নায়ারের পুনর্নিয়োগের খবর ঘোষণা করেছে। কিন্তু সেই ঘোষণাতে যে সন্দেহ তৈরি হয়েছে তা হল, কোন ভূমিকায় নাইট দলে অভিষেক?
শনিবার প্রথমে যখন কেকেআর নিজেদের সোশ্যাল মিডিয়ায় অভিষেকের ফিরে আসার খবর ঘোষণা করে, সেখানে তার নতুন ভূমিকায় 'সহকারী কোচ' কথাটি লেখা থাকে। কিন্তু কিছুক্ষণের মধ্যে সেই পোস্ট ডিলিট করে আবারও একই পোস্ট দেয় কেকেআর, শুধু 'সহকারী কোচ' লেখাটি সরিয়ে দেওয়া হয়।
আর এর জেরেই উঠছে প্রশ্ন, কোন ভূমিকায় নাইট শিবিরে অভিষেক নায়ার? জানা গিয়েছে, শনিবার কলকাতায় অবতরণ করে সরাসরি টিম হোটেলে এসে সেখান থেকে গিয়েছেন ইডেন গার্ডেন্সে অনুশীলনে।
এদিকে গত বৃহস্পতিবার জাতীয় দলের ব্যাটিং কোচের পদ থেকে বরখাস্ত হলেও এখনও বিসিসিআইয়ের তরফ থেকে অভিষেক নায়ার ছাড়পত্র পাননি। বোর্ডের ছাড়পত্র না পাওয়া অভিষেক নায়ারকে নিযুক্ত করে কি নিয়ম ভেঙেছে কলকাতা নাইট রাইডার্স? উঠছে প্রশ্ন।