এক্সট্রা টাইম ওয়েব ডেস্কঃ আসন্ন এশিয়ান গেমস-এ ভারতীয় ফুটবল দল অংশগ্রহণ করা থেকে বঞ্চিত হওয়ার কারণে হতাশ ভারতীয় ফুটবল মহল। তবে এশিয়ন গেমস খেলার আশা ছাড়তে নারাজ ভারতীয় ফুটবল দলের হেড কোচ ইগর স্টিমাচ। সোমবার টুইটারে তিনি ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং ক্রীড়া মন্ত্রী অনুরাগ ঠাকুরের উদ্দেশ্যে একটি অনুরোধ বার্তা পোস্ট করেছেন। সেখানে তিনি অনুরোধ জানিয়েছেন যাতে ভারতীয় ফুটবল দল এশিয়ান গেমস-এ খেলার সুযোগ পায়।
আরও পড়ুন-ইন্টার মায়ামিতে মেসি বরণে গ্যালারি জুড়ে উচ্ছ্বাস
স্টিমাচ লিখেছেন, "মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আমি জানিনা আপনাকে কেউ এশিয়ান গেমস-এ ভারতীয় ফুটবল দলের অংশগ্রহণ না করার বিষয় অবগত করেছেন কি না। ২০১৭ সালে ভারত অনূর্ধ্ব-১৭ ফিফা বিশ্বকাপ আয়োজন করে এবং এক অসাধারণ নতুন জেনারেশনের খেলোয়াড়দের তুলে আনার জন্য প্রচুর পরিমাণে খরচ করে। আপনি সর্বদা ভারতীয়দের ফুটবল বিশ্বকাপ খেলার স্বপ্নকে সমর্থন জানিয়েছেন। এবং আমি বিশ্বাস করি যে আপনি এভাবেই আমাদের সমর্থন করতে থাকবেন। গত ৪ বছরে ভারতীয় ফুটবল দল কঠোর পরিশ্রম করেছে এবং বেশ কিছু ভালো ফলাফলও পেয়েছে এবং প্রমাণ করেছে যে সমর্থন থাকলে জাতীয় দল ভালো ফলাফল করতে পারে। সম্প্রতি ফ্রান্সে আপনার ফুটবল এবং এমবাপ্পের বিষয় বক্তৃতা দেশের সকল নাগরিকের মন ছুঁয়ে গিয়েছে।"
এর সাথে তিনি যোগ করেছেন, "আমি আপনাদের জানাতে চাই যে, ২০১৭ সালের সেই অনূর্ধ্ব ১৭ দল অনূর্ধ্ব ২৩ বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে অসাধারণ ফুটবল খেলে। কিন্তু এই প্রতিভাবান দল এশিয়ান গেমস-এ খেলা থেকে বঞ্চিত হয়েছে। এই দলের জন্য এশিয়ান গেমসে অংশগ্রহণ অত্যন্ত প্রয়োজনীয়। ভারতীয় ফুটবল কোচ হিসাবে আমার মনে হয় আপনাদের এই বিষয়টি জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ যাতে আপনারা ভারতীয় দলকে এশিয়ান গেমস-এ অংশগ্রহণে সাহায্য করতে পারেন।"